Ajker Patrika

কুকুর ঘেউ ঘেউ করছিল, তাই কুকুরের মালিককেই হত্যা করল কিশোর

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ৫০
কুকুর ঘেউ ঘেউ করছিল, তাই কুকুরের মালিককেই হত্যা করল কিশোর

পোষা কুকুরের ক্রমাগত ঘেউ ঘেউ সহ্য করতে না পেরে কুকুরের মালিককে হত্যা করেছে ভারতের ১৭ বছর বয়সী এক কিশোর। ভারতীয় পুলিশ জানিয়েছে, দিল্লির নাজাফগড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বয়স ছিল ৮৫ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার নাজাফগড়ের নাঙ্গলি ডেইরি এলাকায় একটি কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বিরক্ত হয়ে এক কিশোর ওই কুকুরটিকে মালিকের উপস্থিতিতেই মারধর শুরু করে। এ নিয়ে অভিযুক্ত কিশোরের সঙ্গে ঝগড়া শুরু হয় কুকুরের মালিক অশোক কুমারের। ঝগড়ার একপর্যায়ে লোহার রড দিয়ে বৃদ্ধ অশোক কুমারকে আঘাত করে ওই কিশোর। 

অশোক কুমারের স্ত্রী মীনা পুলিশকে বলেন, ‘আমার স্বামী কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু ওই ক্ষুব্ধ কিশোর তাঁকে আক্রমণ করে বসে। এমনকি আমাদের বাড়ির ভেতরে ঢুকে সে মারধর করতে থাকে।’ 

পুলিশ জানিয়েছে, হামলার পর অশোক কুমার অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত রোববার তিনি মারা যান। 

অশোক কুমারের স্ত্রী মীনা একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত