ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার খেলার সময় ক্রিকেট উন্মাদনায় মেতেছিল ভারতবাসী। গত রোববারের এই ফাইনালের সময় ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি খেলা দেখায় এতটাই মগ্ন ছিলেন যে ম্যাচ চলাকালে টেলিভিশন বন্ধ করায় তিনি নিজের ছেলেকে হত্যা করেছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গণেশ প্রসাদ রাজ্যের কানপুরে নিজ বাড়িতে টিভিতে ম্যাচটি দেখছিলেন। এ সময় তাঁর ছেলে দীপক প্রথমে তাঁকে রাতের খাবার রান্না করার জন্য অনুরোধ করেন। বাবা অনুরোধে কর্ণপাত না করলে দীপক টিভি বন্ধ করে দেয়, এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পুলিশ জানিয়েছে, একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় এবং মদ্যপ গণেশ মোবাইল চার্জার দিয়ে নিজের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মরদেহটি সিঁড়িতে পড়ে থাকতে দেখে এক আত্মীয় পুলিশে খবর দেয়। গতকাল সোমবার কানপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে বিরোধের জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
চাকেরি থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ব্রিজ নারায়ণ সিং বলেন, হত্যাকাণ্ডে মোবাইল চার্জারের তার ব্যবহার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে প্রায়ই মাতাল হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করত। গত সপ্তাহে দীপক তাঁকে মারধর করলে মা বাড়ি থেকে চলে যায়।
ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার খেলার সময় ক্রিকেট উন্মাদনায় মেতেছিল ভারতবাসী। গত রোববারের এই ফাইনালের সময় ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি খেলা দেখায় এতটাই মগ্ন ছিলেন যে ম্যাচ চলাকালে টেলিভিশন বন্ধ করায় তিনি নিজের ছেলেকে হত্যা করেছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গণেশ প্রসাদ রাজ্যের কানপুরে নিজ বাড়িতে টিভিতে ম্যাচটি দেখছিলেন। এ সময় তাঁর ছেলে দীপক প্রথমে তাঁকে রাতের খাবার রান্না করার জন্য অনুরোধ করেন। বাবা অনুরোধে কর্ণপাত না করলে দীপক টিভি বন্ধ করে দেয়, এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পুলিশ জানিয়েছে, একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় এবং মদ্যপ গণেশ মোবাইল চার্জার দিয়ে নিজের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মরদেহটি সিঁড়িতে পড়ে থাকতে দেখে এক আত্মীয় পুলিশে খবর দেয়। গতকাল সোমবার কানপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে বিরোধের জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
চাকেরি থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ব্রিজ নারায়ণ সিং বলেন, হত্যাকাণ্ডে মোবাইল চার্জারের তার ব্যবহার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে প্রায়ই মাতাল হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করত। গত সপ্তাহে দীপক তাঁকে মারধর করলে মা বাড়ি থেকে চলে যায়।
ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
১৭ মিনিট আগেভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।
২০ মিনিট আগেবৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় বেশ কিছু প্রযুক্তিসহ লিথিয়াম প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক শিল্পে চীনের নেতৃত্ব আরও সুসংহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেসম্প্রতি ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন ভিপুল। জানা গেছে, ওই অটোর ইএমআই পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আত্মীয়দের সন্দেহ, তীব্র আর্থিক সংকটই তাঁকে পরিবারের সদস্যদের বিষ পান করিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে