Ajker Patrika

প্রধানমন্ত্রীই প্রমাণ দিয়েছেন দিল্লির সরকার সৎ: কেজরিওয়াল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১: ৪৬
প্রধানমন্ত্রীই প্রমাণ দিয়েছেন দিল্লির সরকার সৎ: কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসন্ন গোয়া বিধানসভা নির্বাচন সামনে রেখে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দলের কোনো প্রকার ভুল বের করতে ব্যর্থ হয়েছেন। এটাই তাঁর দল আম আদমি পার্টির সততা এবং অতীত কৃতকর্মের সনদ। আজ রোববার এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনের শুরুতে কেজরিওয়াল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে সরকারি নিয়োগে ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করে বলেন, মানুষ তাঁর দল আম আদমি পার্টিকে ভোট দিলে সবার জন্য ‘সুযোগের সমতা’ নিশ্চিত করবে। 

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সব দলই বলে ‘আমাদের দলই সেরা’; কিন্তু বাস্তবতা ভিন্ন। এ সময় তিনি গোয়ার তরুণ-যুবাদের দুর্নীতিমুক্ত সরকার গঠনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, ‘আমরা এটা দিল্লিতে করে দেখিয়েছি।...আমার এবং মণীশ সিসোদিয়ার (দিল্লির উপ-মুখ্যমন্ত্রী) বাসায় পুলিশ-সিবিআই রেইড করেছে। কমিশন তৈরি করে আমাদের ৪০০ নথিপত্র পরীক্ষা করিয়েছে। কিন্তু তারা কোনো ফাঁকফোকর খুঁজে পায়নি।’ 

‘এটাই প্রমাণ করে, আম আদমি পার্টি আন্তরিক এবং সৎ দল’—যোগ করেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘ওয়াদা করছি, গোয়ায় সরকার গঠনের সুযোগ দিলে আমরা একটি সৎ সরকার গঠন করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত