অনলাইন ডেস্ক
ভারতের মনিপুরে নতুন করে শুরু হওয়া জাতিগত সংঘাতে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মনিপুরের খামেনলোক এলাকায় শুরু হওয়া এ সংঘাতে তাঁরা নিহত হয়েছেন। ভারতের সেনাবাহীনির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এই সংঘাতে আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়েছে। আহতদের মধ্য কারও শরীরে ছুরির আঘাত আবার কেউ গুলিবিদ্ধ হয়েছেন।
ইম্ফল পূর্ব অঞ্চলের সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, কুকিদের গ্রাম আইগিজাং থেকে উদ্ধার করা ৯ মরদেহের সবাই মেইতি গোষ্ঠীর। তাঁরা এই গ্রামের বাসিন্দা নন। তবে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মনিপুর রাজ্যে মেইতিদের কোটা দেওয়া নিয়ে কুকিদের সঙ্গে গত কয়েক মাস ধরে চলছে জাতিগত সংঘাত। সংঘাতের শুরুতে কারফিউ জারি করে রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসছিল, এর মধ্যই এ ঘটনা ঘটল। এখন আবার কারফিউ কড়াকড়ি করা হয়েছে।
এদিকে খামেনলোক এলাকাটি কঙ্গোপকি ও ইম্ফল পূর্ব জেলার সীমান্তে অবস্থিত। গত কয়েক দিন ধরে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার সব রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে।
কুকি ও মেইতিদের চলমান এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। বর্তমানে মনিপুরের ১৬ জেলার মধ্য ১১ জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছে।
ভারতের মনিপুরে নতুন করে শুরু হওয়া জাতিগত সংঘাতে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মনিপুরের খামেনলোক এলাকায় শুরু হওয়া এ সংঘাতে তাঁরা নিহত হয়েছেন। ভারতের সেনাবাহীনির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এই সংঘাতে আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়েছে। আহতদের মধ্য কারও শরীরে ছুরির আঘাত আবার কেউ গুলিবিদ্ধ হয়েছেন।
ইম্ফল পূর্ব অঞ্চলের সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, কুকিদের গ্রাম আইগিজাং থেকে উদ্ধার করা ৯ মরদেহের সবাই মেইতি গোষ্ঠীর। তাঁরা এই গ্রামের বাসিন্দা নন। তবে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মনিপুর রাজ্যে মেইতিদের কোটা দেওয়া নিয়ে কুকিদের সঙ্গে গত কয়েক মাস ধরে চলছে জাতিগত সংঘাত। সংঘাতের শুরুতে কারফিউ জারি করে রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসছিল, এর মধ্যই এ ঘটনা ঘটল। এখন আবার কারফিউ কড়াকড়ি করা হয়েছে।
এদিকে খামেনলোক এলাকাটি কঙ্গোপকি ও ইম্ফল পূর্ব জেলার সীমান্তে অবস্থিত। গত কয়েক দিন ধরে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার সব রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে।
কুকি ও মেইতিদের চলমান এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। বর্তমানে মনিপুরের ১৬ জেলার মধ্য ১১ জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। আর এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার একটি পরিকল্পনা প্রণয়ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা...
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে আজ মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন এবং শেষ মুহূর্তের আলোচনার কোনো সুযোগ নেই।
৩৪ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের নাটকীয় উত্তেজনার মধ্যেই কিয়েভে সব সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিল ওয়াশিংটন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স-বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
৩৯ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৭ ঘণ্টা আগে