Ajker Patrika

ভারতের উত্তরাখন্ডে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

ভারতের উত্তরাখন্ডে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

ভারতের উত্তরাখন্ডের অলকানন্দা নদীর তীরে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্যটির চামোলি জেলায় গতকাল মঙ্গলবার এঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ আজ বুধবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ ও সহযোগী বাহিনী হোমগার্ডের পাঁচ সদস্য রয়েছে বলে চামোলির এসপি প্রমেন্দ্র দোভাল জানান। 

বিবিসি বলছে, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে চামোলির পিপালকোটি গ্রামের কাছে সেতুর উপর পড়লে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এসপি দোভাল বলেন, একজন প্রহরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন-খবর পেয়ে পুলিশ অলকানন্দার তীরে যায়। সেখানে মোট ২১ জনের বিদ্যৎস্পৃষ্ট হওয়ার এবং অনেকের আহত হওয়ার তথ্য পায়। এতে আহত ১৫ জন হাসপাতালে মারা যান। বাকিরা ‘গুরুতর আহত’ অবস্থায় চিকিৎসা নিচ্ছে। 

ভারতে প্রায়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়। যেখানে অরক্ষিত বিদ্যুতের তার ও দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই গুরুতর দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত