Ajker Patrika

গুজরাটে ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে গাড়ি-ট্রাক নদীতে, ৯ জনের মৃত্যু

কলকাতা সংবাদদাতা
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬: ১২
ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। ছবি: এনডিটিভি
ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। ছবি: এনডিটিভি

গুজরাটে মহিসাগর নদীর ওপরের ৪৩ বছরের পুরোনো একটি সেতুর মাঝের অংশ ভেঙে গেছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নদীতে ডুবে গেছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুর মাঝের অংশ ভেঙে একটি জ্বালানিবাহী ট্রাক বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে পড়ে গেছে কিছু যানবাহন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। ভারী যানবাহন চলাচলের সময় এই ভেঙে পড়ার ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি ছোট যাত্রীবাহী গাড়ি সেতুর ভাঙা অংশের সঙ্গে নদীতে পড়ে যায়। চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যান স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পরপরই পুলিশ, দমকল ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজে নামে। নদীতে ডুবুরি নামানো হয়। ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প রুট চালু করা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর বিজয় চরণ জানান, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে সেতুর এক অংশ ভেঙে নদীতে পড়ে যায়। সেতুতে থাকা চারটি যানবাহনও এ সময় নদীতে পড়ে যায়। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে।

জেলা কালেক্টর অনিল ধমেলিয়া জানান, এ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত