Ajker Patrika

ভারতে ফ্লাইট বিলম্বের কারণে পাইলটকে চড় মারলেন যাত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০০: ০৭
ভারতে ফ্লাইট বিলম্বের কারণে পাইলটকে চড় মারলেন যাত্রী

ভারতে ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় উড়োজাহাজের পাইলটকে চড় মেরেছেন এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ভারতের দিল্লি থেকে গোয়াগামী ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি ১৩ ঘণ্টা দেরি করে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যাত্রী সাহিল কাটারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের সহকারী ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারছেন। ফ্লাইটে কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার কারণে আগের ক্রুর পরিবর্তে অনুপ কুমার আসেন।      

এ ঘটনার পরই ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘এ বিলম্বের সঙ্গে পাইলট বা কেবিন ক্রুর কী সম্পর্ক? তারা শুধু নিজেদের কাজ করছিলেন। এ ব্যক্তিকে গ্রেপ্তার করুন এবং তাঁর উড়োজাহাজে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করুন। তাঁর ছবি প্রকাশ করুন, যাতে মানুষ তার বাজে আচরণ সম্পর্কে সতর্ক হতে পারে।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘এ ব্যক্তিকে সহিংসতার দায়ে আটক করা উচিত এবং নো ফ্লাই লিস্টে রাখা উচিত। ইনডিগো নিয়ে নানা অভিযোগ থাকলেও যাত্রীদের এ ধরনের ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য।’

উড়োজাহাজ চলাচলসংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুসারে, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়। গড়ে প্রতিটি ফ্লাইট ৫০ মিনিট বিলম্বিত হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

আজ সোমবারও ঘন কুয়াশা ও বিরূপ আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে আরও ১৬৮টি ফ্লাইট। দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতার অভাবে দিল্লির সঙ্গে সারা দেশের ফ্লাইট ও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একজন যাত্রী বলেন, গোয়া যাওয়ার জন্য তাঁকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত