Ajker Patrika

এবার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়ার

এবার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়ার

ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়া আজ সোমবার স্ত্রী নওয়াজ মোদির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন—তাঁরা দুজন আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৫৮ বছর বয়সী গৌতম ১৯৯৯ সালে আইন বিশেষজ্ঞ নাদার মোদির কন্যা নওয়াজকে বিয়ে করেছিলেন। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটাইল থেকে শুরু করে আবাসন কোম্পানি রেমন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম বিচ্ছেদের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যক্সে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এই দীপাবলি অতীতের মতো হবে না। আমি বিশ্বাস করি—নওয়াজ এবং আমি এখান থেকে ভিন্ন পথ অনুসরণ করব।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে বিয়ের সময় গৌতমের বয়স ছিল ৩৫ বছর আর নওয়াজ ছিলেন ২৯ বছর বয়সী। তবে বিয়ের আগে আরও অন্তত ৮ বছর একসঙ্গে ছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণায় তাই ৩২ বছর একসঙ্গে থাকার বিষয়টিকে উল্লেখ করেন গৌতম। তবে বিচ্ছেদের পর তাঁদের দুই সন্তানের ভাগ্যে কী ঘটবে সেই বিষয়ে কোনো কিছু জানাননি তিনি। 

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে গৌতম লিখেছেন, ‘অনুগ্রহ করে ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান করুন এবং দয়া করে আমাদের সম্পর্কের সব দিক মীমাংসা করার সুযোগ দিন। এই সময়ে সমগ্র পরিবারের জন্য আপনাদের শুভকামনা চাই।’ 

কয়েক বছর আগে বাবা বিজয়পত সিংঘানিয়ার সঙ্গে বিবাদের জের ধরে খবরের শিরোনাম হয়েছিলেন গৌতম। মূলত বিজয়পত সিংঘানিয়াই রেমন্ড গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা একসময় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড এবং টেক্সটাইল হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে পুত্র গৌতমও বিভিন্ন সেক্টর বাড়িয়ে গ্রুপটিকে আরও বহুমুখী করে তোলেন। বাবার মতো তিনিও বিখ্যাত বিমানচালক ছিলেন। বিনা মূল্যে বাণিজ্যিক বিমান ওড়ানো ছাড়াও দুঃসাহসিক নানা অভিযানেও নিজের নাম লিখিয়েছিলেন গৌতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত