Ajker Patrika

মুস্তফা কামালের সঙ্গে ভারতীয় অর্থমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭: ২৯
মুস্তফা কামালের সঙ্গে ভারতীয় অর্থমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের বাইরে বৈঠক করেন তাঁরা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুই দেশের অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের (জি-২০ এফএমসিবিজি) সাইডলাইনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’ 

তবে বৈঠকে দুই দেশের অর্থমন্ত্রী ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ভারতীয় অর্থ মন্ত্রণালয়। 

দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভারতের সভাপতিত্বে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলন জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের তৃতীয় সম্মেলন। 

জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন মূলত জোটভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সংকট এবং সুযোগ আলোচনার লক্ষ্যে আয়োজিত হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত