Ajker Patrika

হেলিকপ্টারে চড়তে গিয়ে পিছলে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ৩৪
হেলিকপ্টারে চড়তে গিয়ে পিছলে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার হেলিকপ্টারে ওঠে তাঁর আসনে বসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আসন ধরার চেষ্টা করলেও ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁর আঘাত গুরুতর নয় এবং তাঁর নিরাপত্তাকর্মীরা তাঁকে সাহায্য করেছিলেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার সময় পড়ে যান। এরপর তিনি তাঁর গন্তব্য আসানসোলের উদ্দেশে রওনা হন।

আজ আসানসোলে লোকসভা নির্বাচন ঘিরে দুটি প্রচারণা সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতে যোগ দেওয়ার উদ্দেশে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসানসোল যাচ্ছিলেন তিনি।

লোকসভা নির্বাচন ঘিরে প্রচারণা সভায় যাওয়ায় সময় হেলিকপ্টারে চড়তে গিয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআইসড়কপথে দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব প্রায় ৪১ কিলোমিটার।

এর আগে গত ১৪ মার্চ একবার আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত