Ajker Patrika

শপথের পরদিনই সিকিমের বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর স্ত্রীর পদত্যাগ, নানা প্রশ্ন

আপডেট : ১৩ জুন ২০২৪, ২২: ২০
শপথের পরদিনই সিকিমের বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর স্ত্রীর পদত্যাগ, নানা প্রশ্ন

হঠাৎ আজ বৃহস্পতিবার বিধানসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। এক দিন আগেই তিনি এমএলএ হিসেবে শপথ নিয়েছিলেন। কৃষ্ণ কুমারীর এমন পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করলেও প্রাথমিকভাবে এটির কারণ জানা যায়নি। 

কৃষ্ণ কুমারী রাইয়ের আকস্মিক পদত্যাগকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সিকিমের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বাধীন আঞ্চলিক দল ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’ (এসকেএম)। রাজ্য সভার ৩২টি আসনের ৩১টি আসনেই জয় পায় দলটি। 

এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। রাজ্যের নামচি-সিংঘিথাং আসন থেকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী বিমল রাইকে ৫ হাজার ৩০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। 

জানা গেছে, কৃষ্ণ কুমারী রাই যখন পদত্যাগ করলেন তখন অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসা পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওই রাজ্যে অবস্থান করছিলেন প্রেম সিং তামাং। 

কৃষ্ণ কুমারীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন সিকিম বিধানসভার নবনির্বাচিত স্পিকার মিংমা নরবু শেরপা। এই পদত্যাগের ফলে রাজ্যের নামচি-সিংঘিথাং আসনটি আবারও খালি হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত