Ajker Patrika

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চায় না ভারত: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: এক্স
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: এক্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দেশটি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে দেশের কোনো প্রান্তে যদি আক্রমণ হয়, তার ‘দাঁত ভাঙা’ জবাব দেবে। আজ বৃহস্পতিবার (৮ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জয়শঙ্করের বরাতে জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলাকারী ‘সন্ত্রাসীদের আস্তানা’ গুঁড়িয়ে দিতে গতকাল বুধবার ‘সীমান্ত পার হয়ে’ অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করে ভারত। তিনি বলেন, ‘কাশ্মীরে সন্ত্রাসীদের বর্বর হামলা আমাদের সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালাতে বাধ্য করেছে। আমরা কেবল সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এই হামলা চালিয়েছি।’  

জয়শঙ্কর আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হোক, এটা আমরা চাই না। তবে যদি আমাদের ওপর সামরিক হামলা হয়, এতে কোনো সন্দেহ নেই যে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’

জয়শঙ্কর বলেন, ‘প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা ইরানকে আমাদের এই অবস্থানের কথা জানিয়ে রাখছি।’  

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি পূর্বনির্ধারিত সূচিতে ভারত সফর করছেন। গতকাল রাতে তিনি দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেন।

ভারত স্থানীয় সময় বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এই হামলার কোডনেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনিও বলেন, ‘অপারেশন সিঁদুর’ একটি চলমান অভিযান। এটি এখনো শেষ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান হামলা করলে ভারত কঠিন জবাব দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত