আজকের পত্রিকা ডেস্ক
বোরকা পরে এক কিশোরীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। হত্যার পর পালিয়ে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বের অশোক নগর এলাকায়। অভিযুক্ত তৌফিক উত্তর প্রদেশের রামপুর শহরের বাসিন্দা।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সকালে অশোক নগরে নেহা নামের এক ১৯ বছরের কিশোরীর বাড়িতে বোরকা পরে যান তৌফিক। এরপর বাড়ির পাঁচতলা ছাদ থেকে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।
গুরুতর অবস্থায় নেহাকে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেদিন রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির জ্যোতি নগর থানায় অভিযোগ করে নেহার পরিবার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজের পরিচয় গোপন রাখতে এবং ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের চোখ এড়াতে বোরকা পরে আবাসিক ভবনটিতে প্রবেশ করেন তৌফিক।
গ্রেপ্তারের পর তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, নেহার কাছে সরাসরি পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, একজন বোরকা পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করছেন এবং পরে সন্দেহজনকভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।
দিল্লি পুলিশের একাধিক সূত্র বলছে, বেশ কয়েক মাস ধরে নেহা ও তৌফিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে নেহা জানতে পারেন, তৌফিকের পরিবার অন্য এক নারীর সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা করছে। এ নিয়ে ছাদের ওপর তৌফিক ও নেহার মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয় বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য নেহার পরিবার পুলিশ সূত্রের এই বক্তব্য মানতে নারাজ। তাদের ভাষ্য, তৌফিকের সঙ্গে নেহার কখনোই প্রেম ছিল না। নেহা তাঁকে প্রতিবছর রাখি পরাতেন।
নেহার পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে তৌফিককে চেনেন তারা। প্রায়ই তাদের বাড়িতে আসতেন তিনি।
বোরকা পরে এক কিশোরীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। হত্যার পর পালিয়ে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বের অশোক নগর এলাকায়। অভিযুক্ত তৌফিক উত্তর প্রদেশের রামপুর শহরের বাসিন্দা।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সকালে অশোক নগরে নেহা নামের এক ১৯ বছরের কিশোরীর বাড়িতে বোরকা পরে যান তৌফিক। এরপর বাড়ির পাঁচতলা ছাদ থেকে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।
গুরুতর অবস্থায় নেহাকে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেদিন রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির জ্যোতি নগর থানায় অভিযোগ করে নেহার পরিবার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজের পরিচয় গোপন রাখতে এবং ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের চোখ এড়াতে বোরকা পরে আবাসিক ভবনটিতে প্রবেশ করেন তৌফিক।
গ্রেপ্তারের পর তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, নেহার কাছে সরাসরি পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, একজন বোরকা পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করছেন এবং পরে সন্দেহজনকভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।
দিল্লি পুলিশের একাধিক সূত্র বলছে, বেশ কয়েক মাস ধরে নেহা ও তৌফিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে নেহা জানতে পারেন, তৌফিকের পরিবার অন্য এক নারীর সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা করছে। এ নিয়ে ছাদের ওপর তৌফিক ও নেহার মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয় বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য নেহার পরিবার পুলিশ সূত্রের এই বক্তব্য মানতে নারাজ। তাদের ভাষ্য, তৌফিকের সঙ্গে নেহার কখনোই প্রেম ছিল না। নেহা তাঁকে প্রতিবছর রাখি পরাতেন।
নেহার পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে তৌফিককে চেনেন তারা। প্রায়ই তাদের বাড়িতে আসতেন তিনি।
এক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
১ ঘণ্টা আগেস্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
২ ঘণ্টা আগেইউক্রেন সীমান্তের কাছে গুরুতরভাবে আহত হয়েছেন রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসেদুল্লা আবাচেভ। রাশিয়ার দাগেস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে মস্কো টাইমস।
২ ঘণ্টা আগে