Ajker Patrika

বোরকা পরে ৫ তলায় উঠে কিশোরীকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন তরুণ

আজকের পত্রিকা ডেস্ক­
তৌফিক ও নেহা। ছবি: এনডিটিভি
তৌফিক ও নেহা। ছবি: এনডিটিভি

বোরকা পরে এক কিশোরীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। হত্যার পর পালিয়ে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বের অশোক নগর এলাকায়। অভিযুক্ত তৌফিক উত্তর প্রদেশের রামপুর শহরের বাসিন্দা।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সকালে অশোক নগরে নেহা নামের এক ১৯ বছরের কিশোরীর বাড়িতে বোরকা পরে যান তৌফিক। এরপর বাড়ির পাঁচতলা ছাদ থেকে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।

গুরুতর অবস্থায় নেহাকে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেদিন রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির জ্যোতি নগর থানায় অভিযোগ করে নেহার পরিবার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজের পরিচয় গোপন রাখতে এবং ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের চোখ এড়াতে বোরকা পরে আবাসিক ভবনটিতে প্রবেশ করেন তৌফিক।

গ্রেপ্তারের পর তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, নেহার কাছে সরাসরি পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়।

সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, একজন বোরকা পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করছেন এবং পরে সন্দেহজনকভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।

দিল্লি পুলিশের একাধিক সূত্র বলছে, বেশ কয়েক মাস ধরে নেহা ও তৌফিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে নেহা জানতে পারেন, তৌফিকের পরিবার অন্য এক নারীর সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা করছে। এ নিয়ে ছাদের ওপর তৌফিক ও নেহার মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা হয় বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য নেহার পরিবার পুলিশ সূত্রের এই বক্তব্য মানতে নারাজ। তাদের ভাষ্য, তৌফিকের সঙ্গে নেহার কখনোই প্রেম ছিল না। নেহা তাঁকে প্রতিবছর রাখি পরাতেন।

নেহার পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে তৌফিককে চেনেন তারা। প্রায়ই তাদের বাড়িতে আসতেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত