অনলাইন ডেস্ক
মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলেছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। আর তাই নিজের সন্তানের মুখ বন্ধ রাখতে খোদ মা মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল। এমনকি অনলাইন মাধ্যমে ছড়িয়েও দিয়েছিল সেসব ভিডিও। পরে, জানতে পেরে কিশোরীটি পুলিশের শরণাপন্ন হলে সেই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সের এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সের পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সের মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী মেয়েটি অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।
মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তাঁর মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তাঁর বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাঁকেও গ্রেপ্তার করেছি।’
চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।
অভিযুক্ত নারী ও তাঁর স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’
গত তিন মাসে পুলিশ মহিলা ও তাঁর প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রোববার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তাঁর মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলেছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। আর তাই নিজের সন্তানের মুখ বন্ধ রাখতে খোদ মা মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল। এমনকি অনলাইন মাধ্যমে ছড়িয়েও দিয়েছিল সেসব ভিডিও। পরে, জানতে পেরে কিশোরীটি পুলিশের শরণাপন্ন হলে সেই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সের এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সের পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সের মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী মেয়েটি অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।
মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তাঁর মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তাঁর বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাঁকেও গ্রেপ্তার করেছি।’
চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।
অভিযুক্ত নারী ও তাঁর স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’
গত তিন মাসে পুলিশ মহিলা ও তাঁর প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রোববার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তাঁর মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক
২ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগির স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা
২ ঘণ্টা আগেবিশ্বের চতুর্থ বৃহত্তম চা উৎপাদক দেশ কেনিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের নান্দি কাউন্টির সিতোই এস্টেটের পাহাড়ি এলাকায় রয়েছে চা শিল্প। ১৯৪৮ সালে এই নান্দিতে জমি অধিগ্রহণ করে চা বাগান গড়ে তোলে ব্রিটিশ-মালিকানাধীন চা উৎপাদনকারী কোম্পানি ইস্টার্ন প্রোডিউস কেনিয়া (ইপিকে)। বহু দশক ধরে নান্দিসহ কেনিয়ার অনেক...
৪ ঘণ্টা আগেঅনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ডে পরিচয়ের সূত্রে ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছেন এক ব্যক্তি। এমন অভিযোগে ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ম্যাথিউ ম্যাকাটুনো নাভাল। গত রোববার (১২ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে