মদপানে অস্বীকৃতি জানানোয় এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছেন তাঁরই বন্ধুরা। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই যুবককে তাঁর নিজ বাড়ির ছাদ থেকেই ফেলে দেন বন্ধুরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের রূপপুর খাদরা এলাকায়। ঠিক কবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে রণজিৎ সিং নামের ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে ভাইরাল হয়েছে।
পুলিশের ভাষ্য, রণজিৎ সিং নামের ওই যুবকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর চার বন্ধু। একপর্যায়ে তাঁরা সবাই মিলে রণজিতের বাড়ির ছাদে আড্ডা দিতে শুরু করেন। সেখানেই মদপানের বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় রণজিতের। পরে বন্ধুরা তাঁকে ছাঁদ থেকে পাশের রাস্তায় ফেলে দেন। এতে আহত হন রণজিৎ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
রণজিতের বাড়ির বিপরীত পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিওটি ধরা পড়ে। ভিডিও থেকে দেখা গেছে, একজন রণজিৎকে ছাদ থেকে ফেলে দিচ্ছেন। অপর তিনজন নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি তিন বন্ধু মিলে রণজিৎকে মারধর করতে থাকেন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রণজিৎকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় রণজিৎ বর্তমানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর জানতে তদন্ত চলমান। এরই মধ্যে অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মদপানে অস্বীকৃতি জানানোয় এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছেন তাঁরই বন্ধুরা। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই যুবককে তাঁর নিজ বাড়ির ছাদ থেকেই ফেলে দেন বন্ধুরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের রূপপুর খাদরা এলাকায়। ঠিক কবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে রণজিৎ সিং নামের ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে ভাইরাল হয়েছে।
পুলিশের ভাষ্য, রণজিৎ সিং নামের ওই যুবকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর চার বন্ধু। একপর্যায়ে তাঁরা সবাই মিলে রণজিতের বাড়ির ছাদে আড্ডা দিতে শুরু করেন। সেখানেই মদপানের বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় রণজিতের। পরে বন্ধুরা তাঁকে ছাঁদ থেকে পাশের রাস্তায় ফেলে দেন। এতে আহত হন রণজিৎ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
রণজিতের বাড়ির বিপরীত পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিওটি ধরা পড়ে। ভিডিও থেকে দেখা গেছে, একজন রণজিৎকে ছাদ থেকে ফেলে দিচ্ছেন। অপর তিনজন নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি তিন বন্ধু মিলে রণজিৎকে মারধর করতে থাকেন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রণজিৎকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় রণজিৎ বর্তমানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর জানতে তদন্ত চলমান। এরই মধ্যে অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাভাষীদের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্কের মুখে ভারত। হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অন্তত ৫২ বাঙালি শ্রমিককে তথাকথিত ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে স্থানীয় একটি কমিউনিটি হলে অস্থায়ী বন্দীশিবিরে রাখা হয়েছে। অথচ তাদের মধ্যে বেশির ভাগই ভারতের বৈধ নাগরিক। তাদের কাছে থাকা নথি অনুসারে, তারা পশ্চিমবঙ্গ ও আসামের বাস
১৩ মিনিট আগেগাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে যাচ্ছে ব্রাজিল। গতকাল বুধবার, এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা মামলায় হস্তক্ষেপের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যাতে ইসরায়েলকে জবাবদিহির আওতায়...
১ ঘণ্টা আগেওমান উপসাগরে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসায় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের মুখোমুখি অবস্থান নিয়েছিল ইরানি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ সময় মার্কিন যুদ্ধজাহাজটিকে পথ পরিবর্তনের হুমকি দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনা ছিল পুরোপুরি ‘পেশাদার’ এবং এর কোনো প্রভাব তাদের সামরিক...
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২১ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে দখলদার দেশটির আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এই হত্যাযজ্ঞের মধ্যে আরও আশঙ্কার বিষয় হলো, অঞ্চলটিতে কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।
২ ঘণ্টা আগে