অনলাইল ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চল মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। দেশটির পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টার পরেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এতে গ্রামছাড়া হয়েছে ৯ হাজারের বেশি মানুষ।
আজ শনিবার ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার মেইতেই ও কুকি জাতির মধ্য এই সংঘর্ষের সূত্রপাত হয়। এদিন মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন চুরাচন্দ্রপুরের তোরাবাঙ্গ এলাকায় আদিবাসী সংহতি সমাবেশের ডাক দেয়।
মিছিলে মেইতেই জাতিকে আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানানো হয়। এতে হাজারো মানুষ অংশ নিয়েছিল। সে সময় সহিংসতা শুরু হয়।
মণিপুরের ৫৩ শতাংশই মেইতেই জনগোষ্ঠী। তাদের অধিকাংশ এই রাজ্যের ইম্ফল উপত্যকায় বাস করে। আর অন্যান্য আদিবাসী এই রাজ্যের ৪০ শতাংশ। তারা পাহাড়ি এলাকায় থাকে।
সংঘর্ষ বাধার পর ভারত সরকার এই রাজ্যে ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দিয়েছে। সরকার বলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে রাজ্যটির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্রোহীরা থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে। তিনি সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে আহ্বান করেন। এর কয়েক ঘণ্টা পরই ফের সংঘর্ষ বাধে।
মণিপুরের রাজধানী ইম্ফল ও চুরাচাঁদপুর জেলার হাসপাতালগুলোর রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ৫৪ জন মারা গেছে। রাজ্যটির স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ১৬টি মৃতদেহ চুরাচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ১৫টি মৃতদেহ ইম্ফল পূর্ব জেলার জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে রয়েছে।’
এদিকে ইম্ফল পশ্চিম জেলার ল্যামফেলের আঞ্চলিক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মণিপুর পুলিশের মহাপরিচালক পি ডুঞ্জেল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। সেনাবাহিনীও নেমেছে। তারা বিষয়টি বন্ধ করতে অনেক দূর এগিয়েছে। কিন্তু কিছু ‘দুর্বৃত্ত’ থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে। তাদের অস্ত্র ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
রাজ্য নিরাপত্তা বাহিনী ও মণিপুর সরকার এখনো এই সহিংসতায় মৃতের সংখ্যা জানায়নি। ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংবাদিকদের বলেছেন, ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি কয়েক দিনের সংঘর্ষে অনেকেই প্রাণ হারিয়েছে।
ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে মণিপুরের এই সংঘর্ষের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। প্রতিবেশী রাজ্যে নাগাল্যান্ডের সেনাবাহিনী বলেছে, ১৩ হাজার মানুষ সহিংসতা থেকে বাঁচতে তাদের কাছে আশ্রয় চেয়েছে।
প্রাণ বাঁচাতেই পালিয়ে বেড়ানো
ইম্ফল পূর্ব জেলার একটি ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৫৩ বছর বয়সী পিশাকমাচা থকচম। তিনি এএফপিকে বলেন, ‘আমার ছেলেরা আমাকে নিরাপদে থাকতে পালিয়ে এখানে আসতে রাজি করিয়েছে। কিন্তু তারা এলাকাতেই আছে। আমি তাদের জন্য দুশ্চিন্তায় আছি।’
একই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বিজয়া থিঙ্গাইজাম (৪৭)। তিনি এএফপিকে বলেন, ‘একটি দল গোলাগুলি শুরু করার পর আমি আতঙ্কিত হয়ে পালিয়ে এখানে এসেছি। শুধু প্রাণ বাঁচাতে আমাদের সম্পত্তি, বাড়িঘর সব ফেলে এসেছি।
গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইম্ফলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের অনেকেই শহরের কিছু অংশে যানবাহন ও বাড়িঘরে আগুন দেয়। এরপর সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়।
প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার বলেছেন, সড়ক ও আকাশপথে রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে গত বুধবার উপজাতি গোষ্ঠীগুলো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে সরকারের ‘তফসিলি উপজাতি’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মিছিল করছিল। ভারতীয় আইন বৈষম্য কমাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে সরকারি চাকরি এবং কলেজে ভর্তির জন্য এই পদবি সংরক্ষিত কোটার অধীন উপজাতিদের দেয়।
মণিপুর ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বের একটি অঞ্চল। এই অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ লেগে আছে।
উত্তর-পূর্বে কয়েক ডজন উপজাতি গোষ্ঠী ও ছোট গেরিলা বাহিনী রয়েছে। এদের দাবি বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত।
১৯৫০-এর দশকের গোড়ার দিকে মণিপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে অনেক গোষ্ঠী দিল্লির সঙ্গে ক্ষমতার জন্য নানা চুক্তিতে আসার গত কয়েক বছরে এসব বিরোধ কমেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। দেশটির পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টার পরেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এতে গ্রামছাড়া হয়েছে ৯ হাজারের বেশি মানুষ।
আজ শনিবার ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার মেইতেই ও কুকি জাতির মধ্য এই সংঘর্ষের সূত্রপাত হয়। এদিন মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন চুরাচন্দ্রপুরের তোরাবাঙ্গ এলাকায় আদিবাসী সংহতি সমাবেশের ডাক দেয়।
মিছিলে মেইতেই জাতিকে আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানানো হয়। এতে হাজারো মানুষ অংশ নিয়েছিল। সে সময় সহিংসতা শুরু হয়।
মণিপুরের ৫৩ শতাংশই মেইতেই জনগোষ্ঠী। তাদের অধিকাংশ এই রাজ্যের ইম্ফল উপত্যকায় বাস করে। আর অন্যান্য আদিবাসী এই রাজ্যের ৪০ শতাংশ। তারা পাহাড়ি এলাকায় থাকে।
সংঘর্ষ বাধার পর ভারত সরকার এই রাজ্যে ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দিয়েছে। সরকার বলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে রাজ্যটির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্রোহীরা থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে। তিনি সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে আহ্বান করেন। এর কয়েক ঘণ্টা পরই ফের সংঘর্ষ বাধে।
মণিপুরের রাজধানী ইম্ফল ও চুরাচাঁদপুর জেলার হাসপাতালগুলোর রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ৫৪ জন মারা গেছে। রাজ্যটির স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ১৬টি মৃতদেহ চুরাচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ১৫টি মৃতদেহ ইম্ফল পূর্ব জেলার জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে রয়েছে।’
এদিকে ইম্ফল পশ্চিম জেলার ল্যামফেলের আঞ্চলিক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মণিপুর পুলিশের মহাপরিচালক পি ডুঞ্জেল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। সেনাবাহিনীও নেমেছে। তারা বিষয়টি বন্ধ করতে অনেক দূর এগিয়েছে। কিন্তু কিছু ‘দুর্বৃত্ত’ থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে। তাদের অস্ত্র ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
রাজ্য নিরাপত্তা বাহিনী ও মণিপুর সরকার এখনো এই সহিংসতায় মৃতের সংখ্যা জানায়নি। ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংবাদিকদের বলেছেন, ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি কয়েক দিনের সংঘর্ষে অনেকেই প্রাণ হারিয়েছে।
ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে মণিপুরের এই সংঘর্ষের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। প্রতিবেশী রাজ্যে নাগাল্যান্ডের সেনাবাহিনী বলেছে, ১৩ হাজার মানুষ সহিংসতা থেকে বাঁচতে তাদের কাছে আশ্রয় চেয়েছে।
প্রাণ বাঁচাতেই পালিয়ে বেড়ানো
ইম্ফল পূর্ব জেলার একটি ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৫৩ বছর বয়সী পিশাকমাচা থকচম। তিনি এএফপিকে বলেন, ‘আমার ছেলেরা আমাকে নিরাপদে থাকতে পালিয়ে এখানে আসতে রাজি করিয়েছে। কিন্তু তারা এলাকাতেই আছে। আমি তাদের জন্য দুশ্চিন্তায় আছি।’
একই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বিজয়া থিঙ্গাইজাম (৪৭)। তিনি এএফপিকে বলেন, ‘একটি দল গোলাগুলি শুরু করার পর আমি আতঙ্কিত হয়ে পালিয়ে এখানে এসেছি। শুধু প্রাণ বাঁচাতে আমাদের সম্পত্তি, বাড়িঘর সব ফেলে এসেছি।
গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইম্ফলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের অনেকেই শহরের কিছু অংশে যানবাহন ও বাড়িঘরে আগুন দেয়। এরপর সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়।
প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার বলেছেন, সড়ক ও আকাশপথে রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে গত বুধবার উপজাতি গোষ্ঠীগুলো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে সরকারের ‘তফসিলি উপজাতি’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মিছিল করছিল। ভারতীয় আইন বৈষম্য কমাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে সরকারি চাকরি এবং কলেজে ভর্তির জন্য এই পদবি সংরক্ষিত কোটার অধীন উপজাতিদের দেয়।
মণিপুর ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বের একটি অঞ্চল। এই অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ লেগে আছে।
উত্তর-পূর্বে কয়েক ডজন উপজাতি গোষ্ঠী ও ছোট গেরিলা বাহিনী রয়েছে। এদের দাবি বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত।
১৯৫০-এর দশকের গোড়ার দিকে মণিপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে অনেক গোষ্ঠী দিল্লির সঙ্গে ক্ষমতার জন্য নানা চুক্তিতে আসার গত কয়েক বছরে এসব বিরোধ কমেছে।
অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘অপারেশন বুনিয়ানুম মারসৌস’-এর সাফল্য এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁর ভাষ্য, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘এবার ভারতের আগ্রাসনের কড়া জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের বদলা নিয়েছে।’ গতকাল বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক সেনানিবাসে তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগেইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই গোলাগুলিতে অন্তত ১ জন নিহত হয়েছে। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে