Ajker Patrika

ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানানোয় ভারতে একজনকে আটক

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ মে ২০২১, ১৭: ৩৭
Thumbnail image

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানানোয় ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম ব্যক্তিকে আটক করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করার জন্যই ওই ব্যক্তি এই আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে উত্তর প্রদেশের আজমগড় জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুধির কুমার সিং আল জাজিরাকে বলেন, ফেসবুক পেজে সারাইমির গ্রামের জনগণকে জুমার নামাজের পর বাড়িতে অথবা গাড়িতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানান ইয়াসির আক্তার। পরে তাঁকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা সিং আরো বলেন, সারাইমির গ্রামটি জনবহুল। সেখানে অনেক মুসলমান বসবাস করেন। ইয়াসির আক্তারের আহ্বানে সাড়া দিলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারত। অনেকেই এর বিরোধিতা করেছে। তাই তাঁকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজায় ১১ দিনের সংঘাতের পর গাজায় আজ শুক্রবার থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে ২৩০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬৫টি শিশু। অপরদিকে ইসরায়েলের নিহত হয়েছে ১২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত