জাতিগত সহিংসতায় উত্তাল মণিপুরে গত ১৬ নভেম্বর থেকে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। জিরিবাম জেলায় সংঘাতের পরিপ্রেক্ষিতে ৯টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজ বুধবার চালু করার কথা থাকলেও ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়ল আরও দুই দিন। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা বন্ধ থাকবে।
গত ২৫ নভেম্বর কাংপোকপি জেলা থেকে একজন নিখোঁজ হওয়া ছাড়া ১৮ নভেম্বরের পর এ ৯ জেলায় কোনো বড় ঘটনা ঘটেনি। তবে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান রাজ্য সরকারের এক কর্মকর্তা।
রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়, মণিপুরের ৯টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও দুই দিন বন্ধ থাকবে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবাল, চূড়া চাঁদপুর, জিরিবাম, ফেরজওল ও কাংপোকপি জেলায় আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা।
স্বরাষ্ট্র কমিশনার এন অশোক কুমার এক নির্দেশনায় বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আশঙ্কা রয়েছে যে কিছু অসামাজিক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছবি, ঘৃণামূলক বক্তব্য ও ভিডিও বার্তা প্রচার করতে পারে। এসব জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আইন-শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
গত মাসে মণিপুরের জিরিবামে কুকি সম্প্রদায়ের সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় কুকিরা মেইতেই সম্প্রদায়ের তিন নারী ও তিন শিশুকে অপহরণ করেছে—এমন অভিযোগ ওঠে। এরপর গত ১৫ ও ১৬ নভেম্বর অপহৃত ছয়জনের মরদেহ জিরিবাম জেলায় নদীতে ভেসে আসে। মরদেহগুলো উদ্ধারের পর সহিংসতা বেড়ে যায়। মন্ত্রী–বিধায়কসহ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। বিজেপি ও কংগ্রেসের দুটি দলীয় কার্যালয়ে আগুন দেয় স্থানীয়রা।
এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যসচিব বিনীত জোশি। এরপর থেকে গত ১৮ দিন ধরে পর্যায়ক্রমে এই স্থগিতাদেশ বাড়ানো হচ্ছে। তবে দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৯ নভেম্বর থেকে ৬টি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হয়েছে।
সহিংসতাপ্রবণ ছয়টি জেলা—পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর, কাকচিং ও জিরিবামে কারফিউ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করা যাবে না।
কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘাতে গত বছরের মে মাস থেকে মণিপুর উত্তপ্ত। এতে এ পর্যন্ত কয়েকশ মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন অনেকে।
জাতিগত সহিংসতায় উত্তাল মণিপুরে গত ১৬ নভেম্বর থেকে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। জিরিবাম জেলায় সংঘাতের পরিপ্রেক্ষিতে ৯টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজ বুধবার চালু করার কথা থাকলেও ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়ল আরও দুই দিন। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা বন্ধ থাকবে।
গত ২৫ নভেম্বর কাংপোকপি জেলা থেকে একজন নিখোঁজ হওয়া ছাড়া ১৮ নভেম্বরের পর এ ৯ জেলায় কোনো বড় ঘটনা ঘটেনি। তবে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান রাজ্য সরকারের এক কর্মকর্তা।
রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়, মণিপুরের ৯টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও দুই দিন বন্ধ থাকবে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবাল, চূড়া চাঁদপুর, জিরিবাম, ফেরজওল ও কাংপোকপি জেলায় আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা।
স্বরাষ্ট্র কমিশনার এন অশোক কুমার এক নির্দেশনায় বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আশঙ্কা রয়েছে যে কিছু অসামাজিক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছবি, ঘৃণামূলক বক্তব্য ও ভিডিও বার্তা প্রচার করতে পারে। এসব জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আইন-শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
গত মাসে মণিপুরের জিরিবামে কুকি সম্প্রদায়ের সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় কুকিরা মেইতেই সম্প্রদায়ের তিন নারী ও তিন শিশুকে অপহরণ করেছে—এমন অভিযোগ ওঠে। এরপর গত ১৫ ও ১৬ নভেম্বর অপহৃত ছয়জনের মরদেহ জিরিবাম জেলায় নদীতে ভেসে আসে। মরদেহগুলো উদ্ধারের পর সহিংসতা বেড়ে যায়। মন্ত্রী–বিধায়কসহ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। বিজেপি ও কংগ্রেসের দুটি দলীয় কার্যালয়ে আগুন দেয় স্থানীয়রা।
এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যসচিব বিনীত জোশি। এরপর থেকে গত ১৮ দিন ধরে পর্যায়ক্রমে এই স্থগিতাদেশ বাড়ানো হচ্ছে। তবে দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৯ নভেম্বর থেকে ৬টি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হয়েছে।
সহিংসতাপ্রবণ ছয়টি জেলা—পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর, কাকচিং ও জিরিবামে কারফিউ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করা যাবে না।
কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘাতে গত বছরের মে মাস থেকে মণিপুর উত্তপ্ত। এতে এ পর্যন্ত কয়েকশ মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন অনেকে।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
১ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৪ ঘণ্টা আগে