Ajker Patrika

মোদি ভয় পেয়ে গেছেন, নিউজক্লিক তল্লাশির জেরে কংগ্রেস

মোদি ভয় পেয়ে গেছেন, নিউজক্লিক তল্লাশির জেরে কংগ্রেস

মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি। 

আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’ 

পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’ 

এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। 

তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। 

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত