এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। গত রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু ও শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করবে না। তবে মুসলিমসহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফায়েড ‘মুসলিম খাবার’ প্রি-বুক করতে পারবেন।
আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।
এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল (MOML) নামে বিশেষ স্টিকার থাকবে।
নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রি-বুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যয়িত করা থাকবে। আর এসব প্রত্যয়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনাসহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে।’
এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, এয়ার ইন্ডিয়া সকল ধর্ম-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখবে। তবে নিরামিষভোজী কিছু যাত্রী এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।
এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। গত রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু ও শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করবে না। তবে মুসলিমসহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফায়েড ‘মুসলিম খাবার’ প্রি-বুক করতে পারবেন।
আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।
এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল (MOML) নামে বিশেষ স্টিকার থাকবে।
নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রি-বুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যয়িত করা থাকবে। আর এসব প্রত্যয়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনাসহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে।’
এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, এয়ার ইন্ডিয়া সকল ধর্ম-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখবে। তবে নিরামিষভোজী কিছু যাত্রী এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪২ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে