Ajker Patrika

কলেজে হিন্দু নারীর সঙ্গে কথা বলায় মুসলিম ছাত্রকে মারধর 

কলেজে হিন্দু নারীর সঙ্গে কথা বলায় মুসলিম ছাত্রকে মারধর 

ভারতের কর্ণাটকে হিন্দু মেয়ের সঙ্গে কথা বলার অভিযোগে এক মুসলিম ছাত্রকে তারই সহপাঠীরা মারধর করেছেন। রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. সানিফ (১৯)। তিনি জেলার জালসুর গ্রামের বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুলিয়া তালুকের কাঁসাবা গ্রামের কলেজ প্রাঙ্গণে এক হিন্দু সহপাঠীর সঙ্গে কথা বলছিলেন সানিফ। তখন তাঁর অন্যান্য হিন্দু সহপাঠীরা তাঁদের দুজনের কথাবার্তায় বাধা দেয়। 

একপর্যায়ে, প্রোজ্জ্বল, তনুজ, অক্ষয়, মোক্ষিত, গৌতম এবং অন্যান্যরা মিলে সানিফকে সেখান থেকে কলেজের মাঠে নিয়ে যায়। এ সময় তাঁরা মেয়েটির সঙ্গে কী কথাবার্তা হয়েছে এবং কেন কথা বলেছে তা জানতে চায় এবং মেয়েটির সঙ্গে কথা বলায় তাঁকে মারধর করে। 

পুলিশ আরও জানিয়েছে, মারধরের সময় হিন্দু মেয়েটি সানিফকে মুক্ত করা চেষ্টা করার পরও অন্যরা তাঁকে জেরা করতেই থাকে। পরে হামলাকারীরা সানিফ ও হিন্দু মেয়েটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরে আহত সানিফ বাড়িতে পৌঁছার পর তাঁকে সুলিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। 

সুলিয়া থানা-পুলিশ জানিয়েছে, এ সম্পর্কিত একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে মামলার আসামিদের এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত