Ajker Patrika

গুজরাটে এএসআই প্রেমিকাকে হত্যা করে কনস্টেবলের থানায় আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
নিহত পুলিশ কর্মকর্তা আরুণাবেন নতুভাই জাদব। ছবি: সংগৃহীত
নিহত পুলিশ কর্মকর্তা আরুণাবেন নতুভাই জাদব। ছবি: সংগৃহীত

ভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরুণাবেন নতুভাই জাদব। তিনি কুচ জেলার আঞ্জার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার প্রেমিক দিলীপ দাঙচানিয়া সেন্ট্রাল পুলিশ ফোর্সের কনস্টেবল এবং বর্তমানে মণিপুরে কর্মরত। তারা লিভ টুগেদারে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অঞ্জার সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে আরুণা ও দিলীপের মধ্যে ঝগড়া হয়। দিলীপের অভিযোগ ঝগড়ার সময় তাঁর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আরুণা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আরুণাকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ। পরে, শনিবার সকালে তিনি নিজেই অঞ্জার থানায় এসে হত্যার কথা স্বীকার করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁদের পরিচয় হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন। খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। ঘটনার পর আরুণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

পূর্বাচল ৩০০ ফুটে দুমড়ে-মুচড়ে গেল রোলস রয়েস

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত