Ajker Patrika

বিজেপির এক্স পেজ থেকে সরানো হলো মুসলিমবিদ্বেষী কনটেন্ট

বিজেপির এক্স পেজ থেকে সরানো হলো মুসলিমবিদ্বেষী কনটেন্ট

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে একটি কার্টুন ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ভিডিওটির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ ওঠার পর আজ বুধবার এক্স থেকে সেটি মুছে দিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদির দল। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনী বিধিমালায় উসকানিমূলক প্রচারণাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ প্রায়ই উঠছে এবং এ ক্ষেত্রেও রয়েছে নরেন্দ্র মোদির নাম।

এবার বিজেপির একটি অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটিতে বিরোধী রাজনীতিকদের ব্যঙ্গচিত্র ব্যবহার করে দেখানো হয়েছে যে, প্রান্তিক হিন্দু জনগোষ্ঠীর জন্য আর্থিক বরাদ্দ বাতিল করার পরিকল্পনা করছেন কংগ্রেসের রাজনীতিকেরা এবং হিন্দুদের পরিবর্তে সেই আর্থিক বরাদ্দ বিতরণ করা হচ্ছে মুসলিমদের মধ্যে।

ভারতীয় নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের ভারতীয় অফিসে চিঠি লিখে বলেছে যে, ‘আপত্তিকর’ পোস্টটি ভারতীয় আইন লঙ্ঘন করেছে। এরপর আজ বুধবার বুধবার মূল পোস্টটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় এবং একটি নোটিশে বলা হয়, পোস্টটি মুছে ফেলা হয়েছে।

এ সম্পর্কে অভিযোগ দায়ের করে কংগ্রেস বলেছে যে, বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতাকে উসকে দেওয়ার জন্যই ভিডিওটি ব্যবহার করেছে বিজেপি।

নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপির বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী বক্তব্যের অভিযোগ নতুন নয়। এর আগে এক নির্বাচনী ভাষণে মোদি দাবি করেন, হিন্দুদের সম্পদ মুসলিমদের মধ্যে ভাগ দেওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দল কংগ্রেস। সেই ভাষণে মোদি মুসলমানদের ভারতে ‘অনুপ্রবেশকারী’ ও বেশি সন্তান গ্রহণকারী বলে খোঁচা দিয়েছিলেন। মূলত কংগ্রেসের সম্পদ বণ্টনের ইশতেহারের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।

সম্প্রতি এক জনসভায় মোদি বলেন, ‘কংগ্রেস বলে যে, তারা আমাদের মা-বোনদের কাছে থাকা সোনার হিসাব করবে এবং সেই সম্পত্তি বণ্টন করবে সবার মাঝে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে, সমস্ত সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার আছে...।’

মোদি আরও বলেন, ‘...এটা (সম্পদ) কাদের মধ্যে বিতরণ করা হবে? যাদের (মুসলিমদের ইঙ্গিত করে) বেশি সন্তান আছে তাদের মধ্যে বিতরণ করা হবে, অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করা হবে। আপনাদের কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের কাছে যাওয়া উচিত?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত