অনলাইন ডেস্ক
ঢাকা: রাশিয়া ও জার্মানির মধ্যে বিতর্কিত গ্যাস পাইপলাইনের নির্মাণকারী কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নর্ড স্ট্রিম প্রকল্প–২ এজি নামের কোম্পানি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ওয়ার্নিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাইডেন প্রশাসন। জার্মান গোয়েন্দার সাবেক কর্মকর্তা ম্যাথিয়াস ওয়ার্নিগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কংগ্রসের কাছে রাশিয়ার নিষেধাজ্ঞা বিষয়ক একটি প্রতিবেদনে পাঠানো হয়। ওই প্রতিবেদনে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে।
সমালোচকরা বলছেন, ক্রেমলিনের জন্য এই পাইপলাইন একটি প্রধান ভূ–রাজনৈতিক উপহার। নর্ড স্ট্রিম-২ প্রকল্পের মাধ্যমে জার্মানি গ্যাসের জন্য রাশিয়ার ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বে। বাল্টিক দেশগুলো এই প্রকল্পের বিরোধিতা করছে এই কারণে যে এই পাইপলাইনকে রক্ষার জন্য রুশ নৌবাহিনী পুরো অঞ্চল জুড়ে টহল দিতে থাকবে। এতে রাশিয়া এমনকি তার সামরিক অভিযানের জন্য একে ব্যবহারের সুযোগ পাবে। এতে এসব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
জানা গেছে, বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কাজ শতকরা ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে রয়েছে।
কয়লা এবং পরমাণু জ্বালানি শক্তির ব্যবহার কমিয়ে আনতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে জার্মানি। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করে।
নর্ড স্ট্রিম-২ রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রথম প্রকল্প নয়। এর আগেও নর্ড স্ট্রিম-১ নামে একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যেটি এখও চালু আছে।
নর্ড স্ট্রিম-১ এর নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে। দ্বিতীয় প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে ২০২১ সালে। এই পাইপলাইনের দৈর্ঘ্য ২৪৬০ কিলোমিটার, যার মধ্যে ২ হাজার ৩০০ কিলোমিটার লাইন এরই মধ্যে বসানো হয়ে গেছে।
এই প্রকল্পের সবচেয়ে জোর বিরোধিতা এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। প্রকল্পের সাথে জড়িত ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন।
ঢাকা: রাশিয়া ও জার্মানির মধ্যে বিতর্কিত গ্যাস পাইপলাইনের নির্মাণকারী কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নর্ড স্ট্রিম প্রকল্প–২ এজি নামের কোম্পানি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ওয়ার্নিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাইডেন প্রশাসন। জার্মান গোয়েন্দার সাবেক কর্মকর্তা ম্যাথিয়াস ওয়ার্নিগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কংগ্রসের কাছে রাশিয়ার নিষেধাজ্ঞা বিষয়ক একটি প্রতিবেদনে পাঠানো হয়। ওই প্রতিবেদনে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে।
সমালোচকরা বলছেন, ক্রেমলিনের জন্য এই পাইপলাইন একটি প্রধান ভূ–রাজনৈতিক উপহার। নর্ড স্ট্রিম-২ প্রকল্পের মাধ্যমে জার্মানি গ্যাসের জন্য রাশিয়ার ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বে। বাল্টিক দেশগুলো এই প্রকল্পের বিরোধিতা করছে এই কারণে যে এই পাইপলাইনকে রক্ষার জন্য রুশ নৌবাহিনী পুরো অঞ্চল জুড়ে টহল দিতে থাকবে। এতে রাশিয়া এমনকি তার সামরিক অভিযানের জন্য একে ব্যবহারের সুযোগ পাবে। এতে এসব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
জানা গেছে, বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কাজ শতকরা ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে রয়েছে।
কয়লা এবং পরমাণু জ্বালানি শক্তির ব্যবহার কমিয়ে আনতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে জার্মানি। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করে।
নর্ড স্ট্রিম-২ রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রথম প্রকল্প নয়। এর আগেও নর্ড স্ট্রিম-১ নামে একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যেটি এখও চালু আছে।
নর্ড স্ট্রিম-১ এর নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে। দ্বিতীয় প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে ২০২১ সালে। এই পাইপলাইনের দৈর্ঘ্য ২৪৬০ কিলোমিটার, যার মধ্যে ২ হাজার ৩০০ কিলোমিটার লাইন এরই মধ্যে বসানো হয়ে গেছে।
এই প্রকল্পের সবচেয়ে জোর বিরোধিতা এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। প্রকল্পের সাথে জড়িত ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
১ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
২ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
২ ঘণ্টা আগে