Ajker Patrika

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৭: ৫৮
সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত
সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

শিবরাত্রির দিনে ছাত্রাবাসে মাংস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এ ঘটনায় মেস সেক্রেটারিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম সুদীপ্ত দাস। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রোক্টোরিয়াল তদন্তের পর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তে পৌঁছেছে যে ডক্টরাল প্রোগ্রামের ছাত্র সুদীপ্ত দাস গুরুতর অসদাচরণ করেছেন। তাঁর একাধিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। ফলে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কোনো কোর্সে আবেদন করার সুযোগ থেকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সুদীপ্ত দাসকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারসংক্রান্ত বিজ্ঞপ্তিতে ২০২২ সালে তাঁর বিরুদ্ধে পূর্বের একটি সাময়িক বহিষ্কারের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ছাত্রাবাসে মাংস খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মধ্যে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিসংতা উসকে দেওয়ার অভিযোগ তুলছে।

এসএফআইয়ের দাবি, এবিভিপির সদস্যরা বাকিদের ওপর নিজেদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া চেষ্টা করছেন। এ ঘটনাকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ওপর আঘাত হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, এবিভিপির অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের উপবাসের দিনে ছাত্রাবাসে আমিষ খাওয়া অসংবেদনশীল আচরণ। এবং এই আচরণ ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটায়।

এ ঘটনার পর আবারও দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা, বহুত্ববাদ এবং ক্যাম্পাসে মতাদর্শগত মতপার্থক্য নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলেছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা কঠোর নজরদারি ও শৃঙ্খলা কার্যক্রম গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত