Ajker Patrika

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই বিরোধীরা চেঁচামেচি করে: মোদি

কলকাতা প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই বিরোধীরা চেঁচামেচি করে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ বছর ধরে টানা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে কংগ্রেস। এখন নিজেরা চুপ থেকে অন্যদের দিয়ে বদনাম করানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

আজ বুধবার নিজের রাজ্য গুজরাটে এমনই অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেকে গুজরাটের ভূমিপুত্র বলে দাবি করে কংগ্রেসসহ অন্য বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।

মোদির অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নিলেই বিরোধীরা চেঁচামেচি করে। তবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। কংগ্রেস ছাড়াও আম আদমি পার্টি থেকে শুরু করে বিরোধীদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। 

তবে পাল্টা জবাব দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নিতীশ কুমার। তার অভিযোগ, গুজরাট দাঙ্গার আগে মোদি বা অমিত শাহের নামই কেউ জানতেন না। তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই। 

উল্লেখ্য, চলতি বছরেই গুজরাটে বিধানসভার ভোট। তাই তিন দিনের গুজরাট সফর করেন মোদি। তাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত