মণিপুরে জাতিগত সহিংসতায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ব্যঙ্গ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ঘটনার ৭৮ দিন পেরিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে ৭৯ তম দিনে মন্তব্য করেছেন মোদি। নীরবতা ভেঙে মোদির এই মন্তব্য করাকে ‘কুম্ভীরাশ্রু’ বা মায়াকান্নার সঙ্গে তুলনা করেছে সংবাদমাধ্যমটি। গত ২১ জুলাই প্রকাশিত সংখ্যায় সংবাদমাধ্যমটি এই ব্যঙ্গ করে।
চলতি বছরের ৩ মে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়কে তফসিলি সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তের জের ধরে শুরু হয় সহিংসতা। সেই সহিংসতায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী। কিন্তু এত কিছুর পরও এত দিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি মোদি।
ঘটনার ৭৮ দিন পেরিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নারীকে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল হয়। ধর্ষণের আগে হত্যা করা ধর্ষিতা এক নারীর ভাইকেও। সেই ঘটনা ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিক্ষুব্ধ করেছে সাধারণ জনগণকে। অবশেষে সেই ঘটনা প্রকাশ পাওয়ার পর মণিপুরের দাঙ্গা নিয়ে মন্তব্য করেন মোদি।
এত দিন পর মোদির মন্তব্য করাকে বোঝাতে সংবাদমাধ্যমটি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে ওপরের অংশে একটি কুমিরের চোখ থেকে পানি ঝরছে। তার নিচেই ছোট ছোট ৭৮টি কুমিরের ছবি ছাপা হয়েছে। এসব কুমিরের প্রতিটি মণিপুরের ঘটনায় পেরিয়ে যাওয়া একেকটি দিনকে নির্দেশ করে—যেসব দিনে মোদি কোনো মন্তব্য না করে নীরব ছিলেন। অবশেষে ৭৯ তম কুমিরের ঘরে এসে সেখানে কোনো ছবি না দিয়ে দেওয়া হয়েছে অশ্রুর ইমোজি।
ছবির শিরোনাম বলি বা ক্যাপশন যাই বলি না কেন, তাতে লেখা হয়েছে—‘৫৬ ইঞ্চি চামড়া ভেদ করে দুঃখ এবং লজ্জার হৃদয়ে পৌঁছতে সময় লাগল ৭৯ দিন।’ এখানে ৫৬ ইঞ্চি বলতে মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুককে নির্দেশ করা হয়েছে। কারণ মোদি এবং তাঁর ভক্তরা প্রায়ই মোদির ৫৬ ইঞ্চি চওড়া বুক নিয়ে গর্ব করে থাকেন।
যেহেতু মণিপুরের ঘটনার ৭৯ তম দিনে মোদি মন্তব্য করেছেন তাই টেলিগ্রাফের চিত্রটি মূলত নির্দেশ করে যে,৫৬ ইঞ্চি চওড়া বুক বিশিষ্ট মোদি ঘটনার ৭৯ দিন পর যে মন্তব্য করেছেন তা মূলত কুম্ভীরাশ্রু বা মায়াকান্নাই।
মণিপুরে মোদির দল বিজেপিই ক্ষমতাসীন। তারপরও মোদি বিষয়টি নিয়ে এত দিন কোনো মন্তব্যই করেননি। অবশেষে নীরবতা ভেঙে মোদি শুক্রবার বলেন, যদিও সহিংসতার ঘটনা ঘটেছে মণিপুরে কিন্তু এর কারণে সারা দেশই অপমানিত হয়েছে এবং তাঁর হৃদয় রাগে এবং দুঃখে ভারাক্রান্ত হয়েছে। মোদি বলেন, মণিপুরে নারীদের সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই উচিত হয়নি এবং এমন ঘটনা কখনোই ঘটা উচিত নয়।
মণিপুরে জাতিগত সহিংসতায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ব্যঙ্গ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ঘটনার ৭৮ দিন পেরিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে ৭৯ তম দিনে মন্তব্য করেছেন মোদি। নীরবতা ভেঙে মোদির এই মন্তব্য করাকে ‘কুম্ভীরাশ্রু’ বা মায়াকান্নার সঙ্গে তুলনা করেছে সংবাদমাধ্যমটি। গত ২১ জুলাই প্রকাশিত সংখ্যায় সংবাদমাধ্যমটি এই ব্যঙ্গ করে।
চলতি বছরের ৩ মে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়কে তফসিলি সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তের জের ধরে শুরু হয় সহিংসতা। সেই সহিংসতায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী। কিন্তু এত কিছুর পরও এত দিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি মোদি।
ঘটনার ৭৮ দিন পেরিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নারীকে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল হয়। ধর্ষণের আগে হত্যা করা ধর্ষিতা এক নারীর ভাইকেও। সেই ঘটনা ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিক্ষুব্ধ করেছে সাধারণ জনগণকে। অবশেষে সেই ঘটনা প্রকাশ পাওয়ার পর মণিপুরের দাঙ্গা নিয়ে মন্তব্য করেন মোদি।
এত দিন পর মোদির মন্তব্য করাকে বোঝাতে সংবাদমাধ্যমটি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে ওপরের অংশে একটি কুমিরের চোখ থেকে পানি ঝরছে। তার নিচেই ছোট ছোট ৭৮টি কুমিরের ছবি ছাপা হয়েছে। এসব কুমিরের প্রতিটি মণিপুরের ঘটনায় পেরিয়ে যাওয়া একেকটি দিনকে নির্দেশ করে—যেসব দিনে মোদি কোনো মন্তব্য না করে নীরব ছিলেন। অবশেষে ৭৯ তম কুমিরের ঘরে এসে সেখানে কোনো ছবি না দিয়ে দেওয়া হয়েছে অশ্রুর ইমোজি।
ছবির শিরোনাম বলি বা ক্যাপশন যাই বলি না কেন, তাতে লেখা হয়েছে—‘৫৬ ইঞ্চি চামড়া ভেদ করে দুঃখ এবং লজ্জার হৃদয়ে পৌঁছতে সময় লাগল ৭৯ দিন।’ এখানে ৫৬ ইঞ্চি বলতে মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুককে নির্দেশ করা হয়েছে। কারণ মোদি এবং তাঁর ভক্তরা প্রায়ই মোদির ৫৬ ইঞ্চি চওড়া বুক নিয়ে গর্ব করে থাকেন।
যেহেতু মণিপুরের ঘটনার ৭৯ তম দিনে মোদি মন্তব্য করেছেন তাই টেলিগ্রাফের চিত্রটি মূলত নির্দেশ করে যে,৫৬ ইঞ্চি চওড়া বুক বিশিষ্ট মোদি ঘটনার ৭৯ দিন পর যে মন্তব্য করেছেন তা মূলত কুম্ভীরাশ্রু বা মায়াকান্নাই।
মণিপুরে মোদির দল বিজেপিই ক্ষমতাসীন। তারপরও মোদি বিষয়টি নিয়ে এত দিন কোনো মন্তব্যই করেননি। অবশেষে নীরবতা ভেঙে মোদি শুক্রবার বলেন, যদিও সহিংসতার ঘটনা ঘটেছে মণিপুরে কিন্তু এর কারণে সারা দেশই অপমানিত হয়েছে এবং তাঁর হৃদয় রাগে এবং দুঃখে ভারাক্রান্ত হয়েছে। মোদি বলেন, মণিপুরে নারীদের সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই উচিত হয়নি এবং এমন ঘটনা কখনোই ঘটা উচিত নয়।
হামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
১২ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয় এটি একটি দূতাবাস।
২ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনকে ‘মানবতার জন্য একটি জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে জলবায়ু ইস্যুতে পরামর্শমূলক মতামত উপস্থাপনে এই রায় প্রদান করেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২ ঘণ্টা আগে