Ajker Patrika

গোয়ায় হেরে হতাশ মমতার তৃণমূল

কলকাতা প্রতিনিধি
গোয়ায় হেরে হতাশ মমতার তৃণমূল

ভারতের পাঁচ রাজ্যে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে অন্যতম রাজ্য ছিল গোয়া। নির্বাচনে গোয়ায় নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ভোটের ফলাফল থেকে দেখা গেছে নির্বাচনে বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি দলটি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর ভাতিজা ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার রাজ্যটিতে ছুটে গেলেও একটি আসনেও জিততে পারেনি তাঁদের প্রার্থীরা। মোট ভোটের মাত্র ৫ দশমিক ২১ শতাংশ ভোট পেয়েছেন তাঁরা। ভোট প্রাপ্তির হিসেবে দলটির অবস্থান তালিকার পাঁচ নম্বরে।

কংগ্রেসের অভিযোগ—তাদের ভোট কমিয়ে বিজেপিকে সুবিধা দিতেই গোয়ায় গিয়েছিলেন মমতা। সেই কাজে তৃণমূল সফল বলেই মনে করেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস মুখপাত্র সুমন গাঙ্গুলি।

তবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, আগামী দিনেও গোয়ার মানুষের পাশে থাকবে দলটি। কংগ্রেসের কটাক্ষ উড়িয়ে দিয়ে দলটির দাবি, বিজেপি বিরোধী লড়াইয়ে এখন গোটা দেশেরই মুখ মমতা ব্যানার্জি।

এ দিকে, মায়াবতীর বহুজন সমাজপার্টিও ব্যর্থ হয়েছে উত্তর প্রদেশে। ৪০৩টি কেন্দ্রের মধ্যে তাঁরা জিতেছে মাত্র দুটিতে। প্রাপ্ত ভোট ১২.৮৮ শতাংশ। তাদের বিরুদ্ধেও অভিযোগ, বিজেপিকে সুবিধা করে দিয়েছে দলটি। সমাজবাদী পার্টির নেতারা মায়াবতীর দলকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মায়াবতী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত