অনলাইন
কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।
কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগে