পেরিয়ে গেছে মধ্যরাত। নীরবতা জেঁকে বসে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। এই নীরবতায় মিলিয়ে যেতে শুরু করেছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরটির যানবাহনের বিরামহীন আওয়াজ। কিন্তু এই শহরেরই সবচেয়ে পুরোনো অংশটিতে দিনটি কেবল শুরু হয়েছে! ঐতিহাসিকভাবে বিখ্যাত এই অংশটির নাম পুরোনো দিল্লি।
রাত যত বাড়ছে পুরোনো দিল্লির অলি-গলিতে মানুষের কোলাহল তত বাড়তে শুরু করেছে। মধ্যযুগীয় জামা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া শত শত মানুষ আর রমজানের চেতনা অনুভব করতে আসা ভোজন রসিকেরা মিলেমিশে একাকার হয়ে গেছে।
রমজানের বিভিন্ন অফার সহ ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে পা ফেলারও জায়গা নেই আর। আলোকসজ্জার নিচে শিশুরা উটের পিঠে চড়ে বসেছে। তরুণ দম্পতিরা রাতের খাবার শেষ করে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। ইফতারির উপকরণ সংগ্রহ করতে গিয়ে কিছু নারী মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা খেজুর দামাদামি করছেন। কেউ কেউ কিনছেন শিরমল। অনেকে সারা দিন রোজা রাখার পর এই খাবারটি খেয়ে ইফতারি করেন। চারদিকে আঁতর আর সুস্বাদু খাবারের গন্ধে বাতাস ভারী হয়ে আছে।
আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের চোখে এভাবেই ধরা পড়েছে রমজান মাসে পুরোনো দিল্লির রাত। রমজানে রাতের বেলায় নির্ঘুম এমন জমজমাট চিত্র পুরোনো দিল্লির চিরাচরিত দৃশ্য। শহরের পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে দ্য ন্যাশনালকে দিল্লির উত্তম নগর থেকে পরিবার নিয়ে আসা চিনা লাহোত বলেন, ‘যেন এসব বাস্তব নয়। এই সময়টিতে যখন দিল্লির বেশির ভাগ মানুষ ঘুমিয়ে থাকে, তখন এখানকার তাজা মুখগুলোর দিকে তাকিয়ে দেখুন—মনে হচ্ছে, তারা এইমাত্র ঘুম থেকে জেগে উঠেছে। এই বাজারটি সন্ধ্যার পরই জমে ওঠে।’
স্থানীয়ভাবে পুরোনো দিল্লিকে ‘পুরানি দিল্লি’ বলে ডাকা হয়। শহরের প্রাণকেন্দ্র বলা হয় এই অংশটিকে। বলা যায়—এটি এমন একটি পাত্র যেখানে নানা সংস্কৃতি গলে এক হয়ে গেছে।
ভারতীয় রাজধানীর শত শত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে পুরোনো দিল্লি। সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন—সব সময় সুস্বাদু খাবারের স্বর্গ বিবেচনা করা হয়েছে এই এলাকাটিকে।
প্রাচীর ঘেরা এই শহরটি ১৬৩৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। নিজের নামে তিনি এই শহরের নামকরণ করেছিলেন ‘শাহজাহানাবাদ’। শুরু থেকেই এটি এমন একটি কোলাহলপূর্ণ শহর ছিল, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান এবং শিখ সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এই শহরেই বাস করতেন উর্দু কবি মির্জা গালিব। মুঘল দরবারে যাতায়াত করা অসংখ্য গণিকা ও শিল্পীও এই শহরেই থাকতেন। এই জায়গাটিই মুঘলদের রাজবংশের শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। পরে ব্রিটিশ আমলে রাজধানী নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়।
কয়েক শতাব্দী পরও পুরোনো দিল্লি তার অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রেখেছে। তাই সারা বছরই পর্যটক এবং ভোজন রসিকেরা এখানে ভিড় করেন। বিশেষ করে, বাজার মাটিয়া মহল মার্কেট, যেখানে অসংখ্য ক্যাফে এবং রেস্তোরাঁ মুঘল আমলের খাবার বিক্রি করে।
তবে রমজান মাসে এই শহর হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য অবস্থা বিরাজ করে। কারণ সব ধর্মের মানুষ তখন এই এলাকায় এসে উৎসবের আমেজ উপভোগ করে।
রমজানে খাবারের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। আর এটি অনুভব করার জন্য পুরোনো দিল্লি সবচেয়ে সেরা। কিমা সমুচা থেকে শুরু করে আরবের ব্যবসায়ীদের দ্বারা ভারতে আনা বিভিন্ন খাবার, নানা ধরনের হালুয়া, মাংসের বিচিত্র ব্যবহার এখানকার অন্যতম বৈশিষ্ট্য। তবে রমজান মাসে এখানকার অন্যতম জনপ্রিয় আইটেম হলো—মহব্বত-ই-শরবত বা ভালোবাসার শরবত। এটি একটি উজ্জ্বল গোলাপি পানীয়। মূলত দুধ আর রুহ আফজা দিয়ে এটি তৈরি করা হয়। আর থাকে গোলাপের সুবাস সহ ভেষজ এবং নানা ফলের একটি সুমিষ্ট মিশ্রণ। এই পানীয় উপবাসের পর শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে বলে বিশ্বাস করে দিল্লির মানুষ।
পেরিয়ে গেছে মধ্যরাত। নীরবতা জেঁকে বসে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। এই নীরবতায় মিলিয়ে যেতে শুরু করেছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরটির যানবাহনের বিরামহীন আওয়াজ। কিন্তু এই শহরেরই সবচেয়ে পুরোনো অংশটিতে দিনটি কেবল শুরু হয়েছে! ঐতিহাসিকভাবে বিখ্যাত এই অংশটির নাম পুরোনো দিল্লি।
রাত যত বাড়ছে পুরোনো দিল্লির অলি-গলিতে মানুষের কোলাহল তত বাড়তে শুরু করেছে। মধ্যযুগীয় জামা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া শত শত মানুষ আর রমজানের চেতনা অনুভব করতে আসা ভোজন রসিকেরা মিলেমিশে একাকার হয়ে গেছে।
রমজানের বিভিন্ন অফার সহ ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে পা ফেলারও জায়গা নেই আর। আলোকসজ্জার নিচে শিশুরা উটের পিঠে চড়ে বসেছে। তরুণ দম্পতিরা রাতের খাবার শেষ করে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। ইফতারির উপকরণ সংগ্রহ করতে গিয়ে কিছু নারী মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা খেজুর দামাদামি করছেন। কেউ কেউ কিনছেন শিরমল। অনেকে সারা দিন রোজা রাখার পর এই খাবারটি খেয়ে ইফতারি করেন। চারদিকে আঁতর আর সুস্বাদু খাবারের গন্ধে বাতাস ভারী হয়ে আছে।
আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের চোখে এভাবেই ধরা পড়েছে রমজান মাসে পুরোনো দিল্লির রাত। রমজানে রাতের বেলায় নির্ঘুম এমন জমজমাট চিত্র পুরোনো দিল্লির চিরাচরিত দৃশ্য। শহরের পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে দ্য ন্যাশনালকে দিল্লির উত্তম নগর থেকে পরিবার নিয়ে আসা চিনা লাহোত বলেন, ‘যেন এসব বাস্তব নয়। এই সময়টিতে যখন দিল্লির বেশির ভাগ মানুষ ঘুমিয়ে থাকে, তখন এখানকার তাজা মুখগুলোর দিকে তাকিয়ে দেখুন—মনে হচ্ছে, তারা এইমাত্র ঘুম থেকে জেগে উঠেছে। এই বাজারটি সন্ধ্যার পরই জমে ওঠে।’
স্থানীয়ভাবে পুরোনো দিল্লিকে ‘পুরানি দিল্লি’ বলে ডাকা হয়। শহরের প্রাণকেন্দ্র বলা হয় এই অংশটিকে। বলা যায়—এটি এমন একটি পাত্র যেখানে নানা সংস্কৃতি গলে এক হয়ে গেছে।
ভারতীয় রাজধানীর শত শত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে পুরোনো দিল্লি। সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন—সব সময় সুস্বাদু খাবারের স্বর্গ বিবেচনা করা হয়েছে এই এলাকাটিকে।
প্রাচীর ঘেরা এই শহরটি ১৬৩৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। নিজের নামে তিনি এই শহরের নামকরণ করেছিলেন ‘শাহজাহানাবাদ’। শুরু থেকেই এটি এমন একটি কোলাহলপূর্ণ শহর ছিল, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান এবং শিখ সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এই শহরেই বাস করতেন উর্দু কবি মির্জা গালিব। মুঘল দরবারে যাতায়াত করা অসংখ্য গণিকা ও শিল্পীও এই শহরেই থাকতেন। এই জায়গাটিই মুঘলদের রাজবংশের শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। পরে ব্রিটিশ আমলে রাজধানী নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়।
কয়েক শতাব্দী পরও পুরোনো দিল্লি তার অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রেখেছে। তাই সারা বছরই পর্যটক এবং ভোজন রসিকেরা এখানে ভিড় করেন। বিশেষ করে, বাজার মাটিয়া মহল মার্কেট, যেখানে অসংখ্য ক্যাফে এবং রেস্তোরাঁ মুঘল আমলের খাবার বিক্রি করে।
তবে রমজান মাসে এই শহর হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য অবস্থা বিরাজ করে। কারণ সব ধর্মের মানুষ তখন এই এলাকায় এসে উৎসবের আমেজ উপভোগ করে।
রমজানে খাবারের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। আর এটি অনুভব করার জন্য পুরোনো দিল্লি সবচেয়ে সেরা। কিমা সমুচা থেকে শুরু করে আরবের ব্যবসায়ীদের দ্বারা ভারতে আনা বিভিন্ন খাবার, নানা ধরনের হালুয়া, মাংসের বিচিত্র ব্যবহার এখানকার অন্যতম বৈশিষ্ট্য। তবে রমজান মাসে এখানকার অন্যতম জনপ্রিয় আইটেম হলো—মহব্বত-ই-শরবত বা ভালোবাসার শরবত। এটি একটি উজ্জ্বল গোলাপি পানীয়। মূলত দুধ আর রুহ আফজা দিয়ে এটি তৈরি করা হয়। আর থাকে গোলাপের সুবাস সহ ভেষজ এবং নানা ফলের একটি সুমিষ্ট মিশ্রণ। এই পানীয় উপবাসের পর শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে বলে বিশ্বাস করে দিল্লির মানুষ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৪ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৪ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৬ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৬ ঘণ্টা আগে