মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।
মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।
গত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
১২ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
৩৩ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগে