Ajker Patrika

কলকাতার কাছে ডুবল বাংলাদেশের জাহাজ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪১
Thumbnail image

কলকাতা বন্দর থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশের একটি জাহাজ। জাহাজটি ছাইভর্তি ছিল। আজ শনিবার এ ঘটনা ঘটে। 

জাহাজ থেকে নয়জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশিদের সেফ হোমে রাখা হয়েছে। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জাহাজের কর্মীদের চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন। 

পুলিশ জানিয়েছে, ‘এমভি রাফসান হাবিব ৩’ নামে জাহাজটি ছাই বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজের পাটাতন ফুটো হয়ে ডুবে যায়। স্থানীয় মৎস্যজীবীরা জাহাজে থাকা মানুষকে উদ্ধার করেন। 

স্থানীয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপি রায় ও বিডিও সৌরভ গুপ্ত ঘটনাস্থলে যান। তবে তাঁরা আসার আগেই জাহাজটি ৮০ শতাংশ ডুবে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত