Ajker Patrika

বিজেপি নেত্রী সানা খান হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার 

বিজেপি নেত্রী সানা খান হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার 

ভারতের মহারাষ্ট্র রাজ্যর নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার দশ দিন পর তার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যর জবলপুরে সানা খানকে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নাগপুর পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।  

অমিত সাহু হত্যার দায় স্বীকার করেছেন। নাগপুর পুলিশের একটি দল জবলপুরের ঘোরা বাজার এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, সাহু হত্যার পর সানা খানের লাশ নদীতে ফেলে দেয়। তবে নিহতের লাশ এখনো উদ্ধার করা যায়নি।

সানা খান নাগপুরের বাসিন্দা এবং বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। 

সানা খানের পরিবারের মতে, মিসেস খানের সর্বশেষ পরিচিত অবস্থান ছিল ১ আগস্ট জবলপুরে। যেখানে তিনি সাহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সানা খান একটি প্রাইভেট বাসে নাগপুর ছেড়ে যান এবং শহরে পৌঁছানোর পরের দিন তার মাকে ফোন করেন। তবে কিছুক্ষণ পরই নিখোঁজ হন।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে নাগপুর পুলিশ মহারাষ্ট্রে নিয়ে গেছে শিগগিরই তাদের স্থানীয় আদালতে হাজির করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত