Ajker Patrika

দিল্লি থেকে দিনদুপুরে চুরি বিজেপিপ্রধানের স্ত্রীর গাড়ি 

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২: ০৩
দিল্লি থেকে দিনদুপুরে চুরি বিজেপিপ্রধানের স্ত্রীর গাড়ি 

ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলা হয় নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে। সেই দলের প্রধান নেতা বা সভাপতি জেপি নাড্ডা। যাঁকে বর্তমান ভারতের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হয়। সেই ক্ষমতাধর ব্যক্তির স্ত্রীর গাড়ি চোরে নিয়ে গেছে। তাও আবার রাজধানী এলাকা দিল্লি থেকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৯ মার্চ গাড়িটি চুরি হয়। সেদিন স্থানীয় সময় বেলা ৩টা থেকে ৪টার মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুর এলাকা থেকে টয়োটা ফরচুনার মডেলের গাড়িটি চুরি হয় বলে জানিয়েছে একটি সূত্র। 
 
সূত্র জানিয়েছে, গাড়িটির চালক যোগিন্দর ঘটনার দিন একটি ওয়ার্কশপ থেকে মেরামত করে গোবিন্দপুরে নিজ বাড়িতে থেকেছিলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। গাড়িটি বাড়ির বাইরে রেখে খেতে যাওয়ার পরপরই গাড়িটি নিয়ে যায় কেউ। 

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দিল্লি পুলিশ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি নিয়ে চোর বা চোরেরা গুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। তবে এর পর যথাসাধ্য চেষ্টা করেও গাড়িটির আর কোনো হদিস পাওয়া যায়নি। উল্লেখ্য, গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে হিমাচলে। 

পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, গাড়িটি উদ্ধারে তদন্ত চলছে এবং সেটিকে খুঁজে বের করতে পুলিশের তল্লাশি অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত