Ajker Patrika

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে হারতে যাচ্ছে বিজেপি: বুথফেরত জরিপ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২২: ৩২
হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে হারতে যাচ্ছে বিজেপি: বুথফেরত জরিপ

ভারতের হরিয়ানা ও জম্মু–কাশ্মীরের বিধানসভা নির্বাচনে হারতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। আজ শনিবার (৫ অক্টোবর) সেখানে ভোট গ্রহণ শেষ হয়।

এরপরই বুথফেরত জরিপ ফলাফল প্রকাশ করে নির্বাচনবিষয়ক বিভিন্ন সংস্থা। এর মধ্যে, পিপলস পালস জানিয়েছে হরিয়ানায় কংগ্রেস ৯০টির মধ্যে ৫৯টি আসন পাবে। আর বিজেপি পাবে ২৬টি। বাকি আসনগুলো পাবে অন্য দলগুলো।

দৈনিক ভাস্কর বলেছে, হরিয়ানায় বিজেপি ২৪টি, কংগ্রেস ৪৯টি এবং বাকি দলগুলো অন্যান্য আসন পাবে। ধ্রুভ রিসার্চ জানিয়েছে, এই রাজ্যে বিজেপি ২৭টি, কংগ্রেস ৫৭টি, অন্যান্য দল বাকি আসন পাবে।

অন্যান্য সংগঠনও কংগ্রেসকেই এগিয়ে রাখছে। যা নির্দেশ করছে হরিয়ানায় বিজেপির ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে সেখানে নতুন সরকার গড়তে যাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস। হরিয়ানায় যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চায় তাহলে তাদের ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পেতে হবে।

অপর দিকে জম্মু–কাশ্মীরেও ৯০টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সেখানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইলে ৪৬টি আসনে জয় পেতে হবে।

তবে নির্বাচনবিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, জম্মু–কাশ্মীরে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না–ও পেতে পারে।

পিপলস পালস জানিয়েছে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ৪৬ থেকে ৫০টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭টি, বাকি আসনগুলো অন্য দলগুলো।

দৈনিক ভাস্কর বুথফেরত জরিপে বলেছে, জম্মু-কাশ্মীরে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পাবে ৩৫ থেকে ৪০টি আসন, বিজেপি ২০ থেকে ২৫টি আসন, বাকি দলগুলো অন্যান্য আসন।

গুলিস্তান তাদের জরিপে বলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পাবে ৩১ থেকে ৩৬টি আসন, বিজেপি ২৮ থেকে ৩৮টি আসন। আর বাকি দলগুলো অন্যান্য আসন পাবে।

৮ অক্টোবর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। ওই দিনই জানা যাবে, এই দুটি জায়গায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে কোন দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত