Ajker Patrika

পাকিস্তানকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী 

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৯: ৪৭
পাকিস্তানকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী 

উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান। ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার কলকাতায় ভারতীয় নৌবাহিনীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মতে, উন্নয়নের সব মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। দ্রুত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।

 রাজনাথ সিং বলেন, ‘সাম্প্রদায়িকতাকে আগলে ধরে পিছিয়ে পড়ছে পাকিস্তান। আর অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ বাংলাদেশ ভারতের বন্ধু উল্লেখ করে রাজনাথ সিং আরও বলেন, ‘আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।’ 

এদিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ‘ধুনাগিরির’ উদ্বোধন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের মতে, মাদক চোরাকারবার রোধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় নৌসেনার গুরুত্ব দিনদিন বাড়ছে। করোনার মতো যেকোনো দুর্দিনে প্রতিবেশীদের পাশে থাকবে ভারত। তবে এতে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

 কেবল ভারতের প্রতিরক্ষামন্ত্রী নন বাংলাদেশের উন্নতি থেকে শিক্ষা নিতে বিগত কয়েক বছরে পাকিস্তানেরই অনেক এমপি-মন্ত্রী নিজেদের নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন। এসব নিয়ে দেশটির গণমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। 

তবে, পাকিস্তান রাজনাথের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত