Ajker Patrika

বিজেপি দপ্তরে হাতাহাতি, এক যুবকর্মীর মৃত্যু

প্রতিনিধি, কলকাতা
বিজেপি দপ্তরে হাতাহাতি, এক যুবকর্মীর মৃত্যু

পশ্চিমবঙ্গে অশান্তি পিছু ছাড়ছে না বিজেপির। আজ সোমবার রাতে হেস্টিংস কার্যালয়ে বৈঠক ছিল দলের যুব সংগঠনের। সেই বৈঠকে বিজেপির রাজ্য যুব সভাপতি তথা সংসদ সদস্য সৌমিত্র খাঁর উপস্থিতিতেই দু–পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।

সূত্রে জানা যায়, সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি আর বাদানুবাদের মধ্যেই বিজেপির যুব নেতা রাজু সরকার বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতাদের ধারণা, হৃদরোগে মারা গেছেন রাজু।

তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রয়োজনে মৃতদেহ ময়নাতদন্ত করা হতে পারে বলেও জানা গেছে। হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝগড়ার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে, যুবনেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ।

রাজু সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী, দলত্যাগী বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে ফিরলেও রাজু বিজেপিতেই থেকে যান।

এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে জানান, হাসপাতালে যাওয়ার পথেই রাজু মারা যান। এর বেশি কোনো খবর তাঁর কাছে নেই। দলের বৈঠকে বচসার কথাও জানা নেই বলে এড়িয়ে যান।

রাজুর মৃত্যুর খবর পেয়েই বিজেপি নেতারা হাসপাতালে ভিড় করেন। যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্রকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনিও স্বীকার করেছেন কথা কাটাকাটির কথা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে অভ্যন্তরীণ অশান্তি চলছে। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিতে শুরু করেছেন। সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। আরও বহু নেতা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে এক পা বাড়িয়ে রয়েছেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূলের এমপি সুনীল মন্ডল দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজই তাঁকে লুকিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফলে তিনিও বিজেপি ছাড়ছেন বলেই জল্পনা শুরু হয়েছে। তবে সুনীল নিজে দলবদল নিয়ে কিছু বলেননি। তৃণমূল সূত্রের খবর, শুধু সুনীলই নন, আরও অনেক জন প্রতিনিধিই বিজেপি ছাড়ছেন।

কারণ হিসেবে মুকুল রায়ের ব্যাখ্যা, বিজেপি দলটা করা যায় না। বাংলার উন্নয়নের স্বার্থেই তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন সকলে। এমনকি, গোটা দেশ আজ মমতাকেই চাইছে বলেও মন্তব্য় করেন মুকুল রায়।

এদিকে আজই জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন মমতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত