Ajker Patrika

পতনের মুখে হরিয়ানার বিজেপি সরকার, কংগ্রেসে গেলেন স্বতন্ত্র ৩ এমপি

পতনের মুখে হরিয়ানার বিজেপি সরকার, কংগ্রেসে গেলেন স্বতন্ত্র ৩ এমপি

ভারতে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন। মঙ্গলবার দেশটির তৃতীয় দফা ভোটের মাঝেই হরিয়ানায় বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ৩ স্বতন্ত্র বিধায়ক।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে পক্ষ পরিবর্তনের কথা জানান স্বতন্ত্র বিধায়ক রণধীন গোলান, ধর্মপাল গোন্ডার এবং সোমবীর সিংহ সঙ্গওয়ান। তাঁরা আরও দাবি করেন, রাজ্যের বাদশাপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র আরেক বিধায়ক রাকেশ দৌলতাবাদও তাঁদের সঙ্গে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের এমন পক্ষ পরিবর্তনের ঘটনায় সরকার গঠনের দুই মাসের মধ্যে হরিয়ানায় চরম সংকটে পড়েছে বিজেপি সরকার।

হরিয়ানা বিধানসভার মোট আসনসংখ্যা ৯০ টি। এর মধ্যে বর্তমানে দুটি আসন খালি থাকায় সংখ্যাগরিষ্ঠতার জন্য সেখানে প্রয়োজন ৪৫ জন বিধায়কের সমর্থন। বিজেপির মোট বিধায়কের সংখ্যা এই মুহূর্তে ৪০ জন। ইতিপূর্বে চারজন স্বতন্ত্র বিধায়কের পাশাপাশি রাজ্যটির লোকহিত পার্টির গোপাল কান্ডাও বিজেপিকে সমর্থন জানিয়েছিল। তারই ভিত্তিতে ৪৫টি আসন নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। 

অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসের ৩০, জেজেপির ১০ এবং আইএনএলডিতে ১ জন বিধায়ক রয়েছেন। এবার চারজন স্বতন্ত্র বিধায়ক কংগ্রেসকে সমর্থন জানানোর ফলে বিরোধী শিবিরের মোট বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫। অন্যদিকে বিজেপির সংখ্যা দাঁড়াচ্ছে ৪১ জন। এর ফলে বিজেপি সরকারের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি লোকসভা আসনের সবগুলোতে ভোটগ্রহণ হবে। তার আগেই রাজ্য সরকার পতনের মুখে পড়ায় গেরুয়া শিবিরের ওপর চাপ যথেষ্ট বাড়ল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত