Ajker Patrika

ব্রিজের নিচে আটকে গেল বিশালাকার উড়োজাহাজ 

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৩: ৫৯
ব্রিজের নিচে আটকে গেল বিশালাকার উড়োজাহাজ 

আকাশপথে নয়, রাস্তা দিয়ে চলছিল উড়োজাহাজ। ভারতের দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে দেখা গেল এমন দৃশ্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য। শুধু তাই নয়, উচ্চতার কারণে সেই বিমান আটকেও যায় একটি ফ্লাইওভারের নিচে।

এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পুরোনো হয়ে যাওয়ায় তা বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস। আর উড়োজাহাজটির নতুন মালিক সেই বিমান সড়কপথে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু উড়োজাহাজটির সামনের দিকের অর্ধেক অংশ ব্রিজের নিচ দিয়ে পার হয়ে গেলেও পেছন দিকের ওপরের অংশ ব্রিজে আটকে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। 

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। আর তা ছাড়া বিমানটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাতে কোনো ডানা লাগানো ছিল না। এটি বাতিল হয়ে যাওয়া একটি বিমান। যিনি সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন, তিনি হয়তো ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো ভুল অনুমান করেছিলেন। আর সে কারণেই ব্রিজের তলায় আটকে গেছে উড়োজাহাজটি। বিমানটির কারণে রাস্তার একটি বড় অংশও আটকে গিয়েছিল। 

এর পরই বিমানটির ব্রিজের তলায় আটকে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছেও খবরটি পৌঁছায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত