Ajker Patrika

বৃদ্ধকে ধাক্কা দিয়ে টেনে-হিঁচড়ে ৮ কিলোমিটার নিয়ে গেল প্রাইভেট কার

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৩
Thumbnail image

ভারতের বিহারে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে প্রায় আট কিলোমিটার টেনে নিয়ে গেছে একটি প্রাইভেট কার। বিহারের পূর্ব চম্পারন জেলার ২৭ নম্বর সড়কে আজ রোববার এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধের নাম শংকর চৌধুরী। তাঁকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি গাড়িটির বনেটে আটকা পড়েন। ওই অবস্থাতেই গাড়িটি তাঁকে টেনে আট কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। তারপর ব্রেক চাপলে তিনি বনেট থেকে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত শংকর চৌধুরী পূর্ব চম্পারন জেলার কোতোয়া থানার বাংড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে কোতোয়া থানার প্রধান অনুজ কুমার বলেছেন, বৃদ্ধ শংকর চৌধুরী সাইকেল চালিয়ে বাংড়া চকের কাছে ২৭ নম্বর ন্যাশনাল হাইওয়ে পার হচ্ছিলেন। তখন গোপালগঞ্জ শহর থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি প্রাইভেট কারের বনেটে আটকা পড়েন। সেখানে তিনি ওয়াইপার ধরে চিৎকার করতে থাকেন এবং গাড়ি থামাতে অনুরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁরা বৃদ্ধের চিৎকার শুনে গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে জনগণের ধাওয়া দেখে গাড়ির চালক সজোরে ব্রেক কষেন। এতে শংকর চৌধুরী ছিটকে গাড়ির সামনে পড়ে যান। তখন গাড়িচালক তাঁকে পিষ্ট করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অনুজ কুমার আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ২৭ নম্বর ন্যাশনাল হাইওয়ের সব থানাকে সতর্ক করা হয়েছে। পিপড়কোঠি থানার পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে গাড়ির চালক ও আরোহীরা সবাই পালিয়ে গেছেন। প্রাইভেট কারের মালিকের খোঁজ চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত