Ajker Patrika

ইস্তফা দিয়েছেন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী 

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৫২
ইস্তফা দিয়েছেন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী 

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রামনিকাল রুপিনি ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে মুখ্যমন্ত্রীর ইস্তফায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী প্রায় এক যুগ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। মন্ত্রিসভায় তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ। মোদী-শাহ জুটিই গুজরাটকে নেতৃত্ব দিয়েছে বহুদিন ধরে। 
সেই গুজরাটেরই মুখ্যমন্ত্রী রুপিনির আচমকা ইস্তফা প্রকাশ্যে নিয়ে এসেছে বিজেপির কোন্দল। রুপিনি অবশ্য বলেছেন, সংগঠনের কাজ করতে চান তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করার কথাও বলেছেন রুপিনি।

২০১৪ সালে মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হন আনন্দীবেন প্যাটেল। কিন্তু ২০১৭ সালের বিধানসভা ভোটের অনেক আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছিলেন রুপিনিকে।

২০২২ সালে গুজরাট বিধানসভার ভোট। তার আগে ফের মুখ্যমন্ত্রী বদল ঘটতে চলেছে মোদি-শাহের রাজ্যে। তবে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো জানা যায়নি। অনেকটা অপ্রত্যাশিতভাবেই ইস্তফা দেন রুপিনি।

তবে শুধু গুজরাটেই নয়, বেশ কয়েক রাজ্যেই মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। আসামে সর্বানন্দ সোনোয়ালকে হঠিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছে হিমন্ত বিশ্বশর্মাকে। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পাও পদত্যাগ করেছেন চলতি বছরেই। 

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত গত মার্চে ইস্তফা দিলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিরাত সিং রাওয়াত। কিন্তু তাঁকেও হটিয়ে উত্তরাখন্ডে মুখ্যমন্ত্রী করা হয় পুষ্কর সিং ধামিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত