Ajker Patrika

ভোট গণনায় কারচুপির সন্দেহ, নেতা-কর্মীদের মাটি কামড়ে থাকার নির্দেশ কংগ্রেসের

ভোট গণনায় কারচুপির সন্দেহ, নেতা-কর্মীদের মাটি কামড়ে থাকার নির্দেশ কংগ্রেসের

গত ১ জুন শেষ হয়েছে প্রায় দেড় মাসব্যাপী ভারতের লোকসভা নির্বাচন। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় পুরো দেশজুড়ে একযোগে ভোট গণনা শুরু। তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভোট গণনার প্রক্রিয়াটির ওপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো। গণনায় যেন কোনো কারচুপি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে শেষ ভোটটি গণনার আগ পর্যন্ত নেতা-কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। নেতা-কর্মীদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, সকাল থেকে টেলিভিশনের পর্দায় গণনার খবর না দেখে তাঁরা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলেই যেন সদর দপ্তরকে জানায়। 

ভোট গণনার একদিন আগে সোমবার বিকেলে কংগ্রেসের সদর দপ্তর থেকে সবগুলো রাজ্য কংগ্রেসকে ওই নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সকালেই দলের নেতা-কর্মীরা যেন রাজ্য ও জেলার পার্টি অফিসের উপস্থিত থাকেন। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে স্থানীয় নেতৃত্বকে বলা হয়েছে।  

নির্দেশনায় দুটি ফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সাধারণ মানুষ কোনো গণনা কেন্দ্রে গোলযোগের খবর পেলেই যেন ওই নম্বরে যোগাযোগ করে জানায়। 

শুধু কংগ্রেস নয়, সব বিরোধী দলই মঙ্গলবারের গণনাকে বিগত ভোটের থেকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। গত শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডি জোটের বৈঠকে সব নেতাই আশঙ্কা করেছিলেন—বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। পরে গণনা কেন্দ্রে কারচুপি করবে বিজেপি। 

গণনার একদিন আগে সোমবার বিকেলে এআইসিসির জারি করা নির্দেশনাকে দাঙ্গা বাঁধানোর চিঠি বলে আখ্যায়িত করেছেন বিজেপির সামাজিক যোগাযোগমাধ্যম সেলের প্রধান অমিত মালব্য। এ বিষয়ে এক পোস্টে তিনি বলেছেন—কংগ্রেসের এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। ভোট গোনা হবে গণনা কেন্দ্রে। কংগ্রেসের নেতা-কর্মীরা পার্টি অফিসে কী করবেন। 

কংগ্রেস গোলমাল করে ভোট গণনা বানচাল করতে চাইছে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা মালব্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত