ভারতে আগামী জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিল-মে মাসে। এর ঠিক আগে আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ছয় রাজ্যে প্রায় ৫৬ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটি হলো সেলা টানেল। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদি ঘোষিত ৫৫ হাজার ৬০০ কোটি রুপির এসব প্রকল্প বাস্তবায়িত হবে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে। আজ শনিবার অরুণাচল রাজ্যের রাজধানী ইটানগর থেকে এসব প্রকল্পের ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে, মূলত ভোটার টানতেই শেষ মুহূর্তে এসে এই উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিলেন মোদি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ৮২৫ কোটি রুপিতে নির্মিত হতে যাওয়া সংযুক্ত করবে আসাম ও অরুণাচল প্রদেশকে। আসামের বালিপাড়া থেকে শুরু করে চারিদুয়ার হয়ে অরুণাচলের তাওয়াং শহর পর্যন্ত মহাসড়কে এই টানেল নির্মাণ করা হবে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এই টানেল ছাড়াও নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশেই এককভাবে ৪১ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রাজ্যের দিবাং উপত্যকায় অবস্থিত দিবাং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৮৭৫ কোটি টাকা। এই বাঁধ নির্মিত হলে এটি হবে ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ বাঁধ।
এ ছাড়া, বেশ কয়েকটি সড়ক, পরিবেশ ও পর্যটন খাত সংশ্লিষ্ট প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদি। উদ্বোধন করেছেন বেশ কয়েটি বিদ্যালয় উন্নয়নকাজেরও। এর বাইরে মণিপুরে ৩ হাজার ৪০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এসব প্রকল্পের মধ্যে একটি বাণিজ্যিক মল ও একটি হাসপাতাল উল্লেখযোগ্য।
এ ছাড়া নাগাল্যান্ডেও ১ হাজার ৭০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রাজ্যেও একটি বাণিজ্যিক মল ও একটি বৈদ্যুতিক স্টেশনের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন তিনি। একই সঙ্গে বেশ কয়েক সড়কের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেছেন মোদি।
নরেন্দ্র মোদি সিকিম ও মেঘালয়েও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন। মেঘালয়ে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ২৯০ কোটি রুপি এবং সিকিমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হবে সাড়ে ৪০০ কোটি রুপি।
ভারতে আগামী জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিল-মে মাসে। এর ঠিক আগে আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ছয় রাজ্যে প্রায় ৫৬ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটি হলো সেলা টানেল। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদি ঘোষিত ৫৫ হাজার ৬০০ কোটি রুপির এসব প্রকল্প বাস্তবায়িত হবে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে। আজ শনিবার অরুণাচল রাজ্যের রাজধানী ইটানগর থেকে এসব প্রকল্পের ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে, মূলত ভোটার টানতেই শেষ মুহূর্তে এসে এই উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিলেন মোদি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ৮২৫ কোটি রুপিতে নির্মিত হতে যাওয়া সংযুক্ত করবে আসাম ও অরুণাচল প্রদেশকে। আসামের বালিপাড়া থেকে শুরু করে চারিদুয়ার হয়ে অরুণাচলের তাওয়াং শহর পর্যন্ত মহাসড়কে এই টানেল নির্মাণ করা হবে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এই টানেল ছাড়াও নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশেই এককভাবে ৪১ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রাজ্যের দিবাং উপত্যকায় অবস্থিত দিবাং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৮৭৫ কোটি টাকা। এই বাঁধ নির্মিত হলে এটি হবে ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ বাঁধ।
এ ছাড়া, বেশ কয়েকটি সড়ক, পরিবেশ ও পর্যটন খাত সংশ্লিষ্ট প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদি। উদ্বোধন করেছেন বেশ কয়েটি বিদ্যালয় উন্নয়নকাজেরও। এর বাইরে মণিপুরে ৩ হাজার ৪০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এসব প্রকল্পের মধ্যে একটি বাণিজ্যিক মল ও একটি হাসপাতাল উল্লেখযোগ্য।
এ ছাড়া নাগাল্যান্ডেও ১ হাজার ৭০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রাজ্যেও একটি বাণিজ্যিক মল ও একটি বৈদ্যুতিক স্টেশনের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন তিনি। একই সঙ্গে বেশ কয়েক সড়কের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেছেন মোদি।
নরেন্দ্র মোদি সিকিম ও মেঘালয়েও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন। মেঘালয়ে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ২৯০ কোটি রুপি এবং সিকিমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হবে সাড়ে ৪০০ কোটি রুপি।
ইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
১৪ মিনিট আগেক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
১ ঘণ্টা আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ ঘণ্টা আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে