Ajker Patrika

বোনের বিয়েতে টিভি উপহার দেওয়ার পরিকল্পনা, ভাইকে হত্যা করলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৫: ১০
Thumbnail image

ভারতের উত্তর প্রদেশে বিয়ের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে বিষাদ পুরিতে। বোনের বিয়েতে উপহার হিসেবে টিভি সেট দিতে চেয়েছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্রা। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি চন্দ্র প্রকাশের স্ত্রী ছবি ও তাঁর পরিবারের। তাই পিটিয়ে চন্দ্রকে মেরে ফেলেছেন তাঁরা। 

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর প্রদেশের বড়বাঁকি জেলার একটি গ্রামের বাসিন্দা চন্দ্র প্রকাশ বোনের বিয়েতে সোনার আংটি ও টেলিভিশন সেট উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৬ এপ্রিল সেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 
 
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চন্দ্র প্রকাশের সঙ্গে বিষয়টি নিয়ে ছবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত ছবি তাঁর ভাইকে ডেকে আনেন চন্দ্র প্রকাশকে ‘জন্মের তরে শিক্ষা দেওয়ার লক্ষ্যে’। ছবির ভাই এসে ৩৫ বছরের চন্দ্র প্রকাশকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিপেটা করেন। পরে চন্দ্রের পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারধরের ব্যাপকতায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে চন্দ্র প্রকাশ হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় ছবি, তাঁর কয়েক ভাইসহ সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত