Ajker Patrika

আন্তর্জাতিক সম্পর্কে ভোটব্যাংকের রাজনীতি: মার্কিন মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে ভারত

আন্তর্জাতিক সম্পর্কে ভোটব্যাংকের রাজনীতি: মার্কিন মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে ভারত

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনের কড়া প্রতিবাদ জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ‘অজ্ঞতাপ্রসূত মন্তব্য’ এবং উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে সরাসরি অনুসিদ্ধান্তমূলক কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদনে ভারতের বিষয়ে বলা হয়েছে, ‘দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা, হত্যা, এবং ভীতি প্রদর্শনের মতো ঘটনা বছরজুড়েই ঘটেছে। এর মধ্যে গোহত্যা বা গরুর মাংস বেচাকেনার অভিযোগের ভিত্তিতে অহিন্দুদের বিরুদ্ধে আক্রমণ ও নজরদারির ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।’ 

এ প্রতিবেদনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ২০২১ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রকাশিত প্রতিবেদন এবং ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার অজ্ঞতাপ্রসূত মন্তব্য আমলে নিয়েছি। এটি খুবই দুঃখজনক যে—আন্তর্জাতিক সম্পর্কেও এখন ভোট ব্যাংক রাজনীতির চর্চা হয়। আমরা আহ্বান জানাচ্ছি—এমন উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এড়িয়ে চলুক।’ 

অরিন্দম বাগচি আরও বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই একটি বহুত্ববাদী সমাজ। ভারত ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারকে মূল্যায়ন করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিয়মিত আমাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছি। যার মধ্যে রয়েছে, বর্ণবাদী এবং জাতি বিদ্বেষ অনুপ্রাণিত আক্রমণ, ঘৃণাবাদ এবং সশস্ত্র সহিংসতার মতো বিষয়গুলো রয়েছে।’ 

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ২০২১ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে অভিযোগ করা হয়, ভারতে ২০২১ সালজুড়েই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, সশস্ত্র আক্রমণ এবং ভয় দেখানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা হরণের বিষয়ে আলোকপাত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত