অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের সমুদ্রতীরবর্তী এবং আশপাশের অঞ্চলসহ পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যগুলো দিয়েছে।
বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে রোববার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আজ রোববার মধ্যরাতে আছড়ে পড়বে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ১ দশমিক ৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আইএমডি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার উপকূলীয় জেলাগুলোতে রোববার ও সোমবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। প্রাক্বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড়।
আজ রোববার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ, ২১ ঘণ্টা বন্ধ থাকবে অপারেশন।
ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষও তাই ১২ ঘণ্টার জন্য অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে।
সোমবার সকাল পর্যন্ত জেলেদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ত্রিপুরা ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সাইক্লোন রিমাল আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আইএমডি আজ ২৬ মে থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
আবহাওয়া অফিস রোববার এবং সোমবার উত্তর ওডিশায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও সোমবার ও মঙ্গলবার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আইএমডির জারি করা সতর্কতা ২৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনে এই সতর্কতার মেয়াদ বাড়ানো হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের সমুদ্রতীরবর্তী এবং আশপাশের অঞ্চলসহ পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যগুলো দিয়েছে।
বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে রোববার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আজ রোববার মধ্যরাতে আছড়ে পড়বে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ১ দশমিক ৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আইএমডি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার উপকূলীয় জেলাগুলোতে রোববার ও সোমবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। প্রাক্বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড়।
আজ রোববার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ, ২১ ঘণ্টা বন্ধ থাকবে অপারেশন।
ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষও তাই ১২ ঘণ্টার জন্য অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে।
সোমবার সকাল পর্যন্ত জেলেদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ত্রিপুরা ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সাইক্লোন রিমাল আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আইএমডি আজ ২৬ মে থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
আবহাওয়া অফিস রোববার এবং সোমবার উত্তর ওডিশায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও সোমবার ও মঙ্গলবার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আইএমডির জারি করা সতর্কতা ২৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনে এই সতর্কতার মেয়াদ বাড়ানো হতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন।
৪ ঘণ্টা আগে‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনকে প্রভাবিত করেছিল, তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। ইনগা আরভাদ নামে একজন
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে