আজকের পত্রিকা ডেস্ক
পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আজ বুধবার ভোরের চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এটি ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় রাত ১টা ৪৪ মিনিটে এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া।
এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে ড্রোনসহ ‘লোইটারিং অ্যামুনিশন’-এর মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রও ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি। শুধু সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। লক্ষ্য বাছাই ও হামলার ধরনে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলেও জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ৯টি সন্ত্রাসী ঘাঁটির মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে অবস্থিত জয়শ-ই-মোহাম্মদের সদর দপ্তর এবং লস্কর-ই-তাইয়েবার প্রধান কার্যালয়।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন।
সূত্রের দাবি, এই অভিযানের পুরো সময়ে পরিস্থিতি নজরে রেখেছেন মোদি। অভিযানের পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন এবং অভিযানের বিস্তারিত তথ্য জানান।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এমন বড়সড় যৌথ সামরিক অভিযান চালাল ভারত।
আরও খবর পড়ুন:
পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আজ বুধবার ভোরের চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এটি ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় রাত ১টা ৪৪ মিনিটে এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া।
এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে ড্রোনসহ ‘লোইটারিং অ্যামুনিশন’-এর মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রও ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি। শুধু সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। লক্ষ্য বাছাই ও হামলার ধরনে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলেও জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ৯টি সন্ত্রাসী ঘাঁটির মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে অবস্থিত জয়শ-ই-মোহাম্মদের সদর দপ্তর এবং লস্কর-ই-তাইয়েবার প্রধান কার্যালয়।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন।
সূত্রের দাবি, এই অভিযানের পুরো সময়ে পরিস্থিতি নজরে রেখেছেন মোদি। অভিযানের পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন এবং অভিযানের বিস্তারিত তথ্য জানান।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এমন বড়সড় যৌথ সামরিক অভিযান চালাল ভারত।
আরও খবর পড়ুন:
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৯ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১২ ঘণ্টা আগে