Ajker Patrika

গুজরাটে এক কেজি লেবুর দাম ২০০ টাকার ওপরে

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫: ০২
গুজরাটে এক কেজি লেবুর দাম ২০০ টাকার ওপরে

ভারতের গুজরাটে সরবরাহ কম থাকায় বেড়েছে লেবুর দাম। রাজ্যটিতে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২২৭ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একজন ক্রেতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘লেবুর কেজি ছিল ৫০ থেকে ৬০ রুপি। সেই লেবু এখন প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। আমাদের সবকিছুকে বাজেটের মধ্যে মানিয়ে নিতে হবে। কিন্তু দামের এই বৃদ্ধি আমাদের “রান্নাঘরের বাজেটে” প্রভাব ফেলছে। কবে দাম কমবে আমরা জানি না।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গরমে মানুষ তাদের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করতে পছন্দ করে। কারণ এটি ভিটামিন সি-র একটি সমৃদ্ধ উৎস। আর এটি পানিশূন্যতা রোধ করে। এর বেশি ব্যবহার ও সরবরাহের ঘাটতি লেবুর দাম আকাশচুম্বী করেছে।

এ নিয়ে হিমানশু নামে এক ক্রেতা বলেন, প্রায় সব সবজির দাম বেড়েছে। তবে এটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। একজন মধ্যবিত্ত গ্রাহকের পক্ষে এত দামি সবজি কেনা কঠিন। আমরা আগে যেভাবে লেবু কিনতাম, এখন সেভাবে বেশি পরিমাণে লেবু কিনতে পারছি না।’

এদিকে হঠাৎ ক্রেতারা কম পরিমাণে লেবু কিনতে বাধ্য হওয়ায় এর প্রভাব ব্যবসায়ীদের ওপরও পড়েছে। তাই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত