Ajker Patrika

যুবককে রাস্তায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, মায়ের ডাকে সাড়া দিল না কেউ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৬: ১৮
Thumbnail image

ভারতের দিল্লিতে রাস্তার মধ্য এক যুবকের ওপরে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দিল্লির উত্তরাংশে এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে মানুষজন থাকলেও তারা এগিয়ে আসতে দেখা যায়নি।

দিল্লির নান্দ নাগরি এলাকার ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক মাটিতে পড়ে আছেন। এ সময় হামলাকারী বড় একটি ছুরি দিয়ে তাঁর বাঁ হাতের উপরিভাগে আঘাত করছেন। হামলার পর তিনি পালিয়ে যান। তবে ভিডিওতে হামলাকারীর চেহারা দেখা যায়নি।

এ সময় ভুক্তভোগীর মা কান্না করছিলেন এবং ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিলেন। তিনি আশপাশের মানুষের কাছে সাহায্য চাইলেও পাননি।

হামলার শিকার যুবকের নাম কাসিম বলে জানা গেছে। তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দিল্লি পুলিশ জানিয়েছে, হামলাকারী শোয়েব কাসিমের বন্ধু ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা। দুই বছর আগে তাঁদের মধ্য মারামারি হয়েছিল। এ সময় কাসিম শোয়েবের মুখে ঘুষি মেরে নাক ও চোখ থেঁতলিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুজনের মধ্য দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় শোয়েবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত