Ajker Patrika

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা 

আপডেট : ১৪ মে ২০২২, ২১: ১১
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা 

ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি। 

এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন। 

বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’ 

বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত